×

সারাদেশ

কুড়িয়ে পাওয়া ৩ লাখ টাকা ফেরত দিলেন ভ্যানচালক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২০, ১০:৩৫ পিএম

কুড়িয়ে পাওয়া ৩ লাখ টাকা ফেরত দিলেন ভ্যানচালক

টাকা জমা দিচ্ছেন সেই ভ্যানচালক

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর হাট থেকে তিন লাখ টাকা কুড়িয়ে পেয়ে হাট ইজারাদারের কাছে জমা দিয়েছেন এক ভ্যানচালক। টাকাগুলো বর্তমানে হাট ইজারাদার ওসমান আলীর জিম্মায় রয়েছে। তবে টাকাগুলোর প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার (১৯ জুন) দুপুর ১টার দিকে একটি প্যাকেটে মোড়ানো ৩ লাখ টাকা পেয়ে ওই ভ্যানচালক সরাসরি হাট ইজারাদারের কাছে জমা দেন। এ সময় থানা পুলিশের পাশাপাশি হাট কমিটির অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

টাকা ফেরত দিয়ে সততার এমন দৃষ্টান্ত স্থাপনকারী ওই ভ্যানচালকের নাম নাহিদ হোসেন (২৪) তিনি উপজেলার বানেশ্বর ইউনিয়নের চিতলপুকুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

বানেশ্বর হাটের ইজারাদার ওসমান আলী মুঠোফোনে জানান, আম হাট থেকে ভ্যানচালক নাহিদ একটি প্যাকেটে মোড়ানো ৩ লাখ টাকা পেয়ে তাদের অফিসে এসে জমা দিয়েছেন। তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ হাট কমিটির অন্যান্য সদস্যদের জানানো হয়েছে। তবে রাত ৮টা পর্যন্ত এ টাকার প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App