×

রাজনীতি

বাজেট প্রত্যাখ্যান বাম জোটের, ২১ জুন বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২০, ০৫:১৪ পিএম

আমলা নির্ভর অগণতান্ত্রিক বাজেট প্রত্যাখ্যান করে স্বাস্থ্য খাতে বাজেটে বরাদ্দ বাড়িয়ে দুর্দশা লাঘব সহ ১১ দফা দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট । তাদের দাবির সমর্থনে আগামী ২১ জুন রাজধানীতে স্বাস্থ্যমন্ত্রণালয় এবং সারা দেশে সিভিল সার্জনের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট।

বৃহষ্পতিবার (১৮ জুন) জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনলাইন প্লাটফরম জুম এ অনুষ্ঠিত হয়। সেখানে এ সিদ্ধান্ত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাম জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের শীর্ষ নেতা ও বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি’র সাধারণ সম্পাদক শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা আলমগীর হোসেন দুলাল, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।

অনলাইনে যুক্তছিলেন বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, সিপিবি’র সাজ্জাদ জহির চন্দন, আব্দুল্লাহ আল কাফি রতন, বাসদ (মার্কসবাদী)’র মানস নন্দী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান, গণসংহতি আন্দোলনের মনিরুদ্দিন পাপ্পু।

সংবাদ সম্মেলন থেকে জনগণের সর্বজনীন স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত এবং বাজেটে কমপক্ষে ২০ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ করা, প্রতিটি জেলা- উপজেলায় করোনা পরীক্ষা ল্যাব স্থাপণ ও চিকিৎসা ব্যবস্থা করা, সাধারণ রোগীদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা, শ্রমিকদের চাকুরী চ্যুতি না করাসহ ১১ দফা দাবি জানানো হয়।

১১ দফা বাস্তবায়নের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আগামী ২১ জুন রবিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। ওই দিন কেন্দ্রীয়ভাবে ঢাকায় সকাল এগারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে এবং জেলায় জেলায় সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App