×

পুরনো খবর

বসুন্ধরা করোনা হাসপাতালে সেবাবঞ্চিত সাধারণ রোগীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২০, ১২:৪৩ পিএম

বসুন্ধরা করোনা হাসপাতালে সেবাবঞ্চিত সাধারণ রোগীরা

করোনা রোগীদের জন্য অস্থায়ীভাবে নির্মিত বসুন্ধরা হাসপাতাল -ভোরের কাগজ

করোনা রোগীদের জন্য অস্থায়ীভাবে নির্মিত বসুন্ধরা হাসপাতাল এক মাস আগে উদ্বোধন করা হলেও এর চিকিৎসা কার্যক্রম এখনো পুরোপুরি চালু হয়নি। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর দেড় শতাধিক সদস্য সেখানে চিকিৎসাধীন থাকলেও করোনায় আক্রান্ত সাধারণ রোগীদের জন্য বৃহদাকার এ হাসপাতালটি উন্মুক্ত করা হয়নি। এ কারণে সাধারণ রোগীরা এই হাসপাতালের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জানা গেছে, উদ্বোধনের পর উত্তরা ও আশপাশের এলাকা থেকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রোগীরা হাসপাতালে গেলেও তাদের ফিরিয়ে দেয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা প্রসঙ্গে জানতে গতকাল বুধবার বসুন্ধরা হাসপাতালের পরিচালক ডা. তানভীর আহমেদের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি হাসপাতালের পরিচালনা ও চিকিৎসা ব্যবস্থা প্রসঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। এক পর্যায়ে ‘আমি এখন ব্যস্ত আছি’ বলে ফোন কেটে দেন। খোঁজ নিয়ে জানা গেছে, দেশে করোনা সংক্রমণের মাত্রা বাড়ার পরই ‘বসুন্ধরা কোভিড-১৯ আইসোলেশন হাসপাতাল’ নির্মাণের ঘোষণা দেয় সবচেয়ে বড় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। দ্রুততম সময়ের মধ্যে নির্মাণের পর গত ১৭ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই হাসপাতালের উদ্বোধন করেন। উদ্বোধনের সময় বলা হয়েছিল, ২ হাজার শয্যার বসুন্ধরা হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের সর্বাত্মক চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। বসুন্ধরা গ্রুপের এই ভালো উদ্যোগের প্রশংসার পাশাপাশি বেশ সহযোগিতাও করেছে সরকার। এই হাসপাতালের চিকিৎসা সরঞ্জামাদি কেনার জন্য সরকারের তরফ থেকে ৭১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া হাপাতাল পরিচালনার জন্য ডা. তানভীর আহমেদের নেতৃত্বে বেশ কয়েকজন চিকিৎসক ও পর্যাপ্ত সংখ্যক নার্সও নিয়োগ দেয়া হয়েছে সরকারের তরফে। রাজধানীর সরকারি ও বেসরকারি সব হাসপাতালেই করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় অপরিহার্য জীবনরক্ষাকারী অক্সিজেনের তীব্র সংকট থাকলেও বসুন্ধরা হাসপাতালে অক্সিজেনের সুব্যবস্থা রয়েছে। ভালো চিকিৎসা দেয়ার মতো অবকাঠামোও রয়েছে এই বসুন্ধরা হাসপাতালের। পরিবেশগতভাবেও এই হাসপাতালের অবস্থা অন্যান্য হাসপাতালের চেয়ে ভালো। কিন্তু বিপুল ধারণ ক্ষমতা, ভালো ব্যবস্থাপনা ও সরকারের সহযোগিতার পরও হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম এখনো পুরোপুরি চালু হচ্ছে না। ভর্তি নেয়া হচ্ছে না করোনায় আক্রান্ত সাধারণ রোগীদের। হাসপাতালের একটি সূত্র জানায়, উদ্বোধনের পর গত এক মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর দেড় শতাধিক সদস্য ছাড়া আর কোন রোগী ভর্তি নেয়া হয়নি। বর্তমানে চিকিৎসাধীন রোগীদের মধ্যে বেশিরভাগই র‌্যাব সদস্য। আপাতত শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিকিৎসার জন্যই নির্দেশনা রয়েছে। সাধারণ রোগী ভর্তির ব্যাপারে কর্তৃপক্ষ এখনো অনুমতি দেয়নি। সূত্র আরো জানায়, অস্থায়ী এই হাসপাতালে ২ হাজার ১৩টি শয্যা রয়েছে। ৭১ শয্যার আইসিইউ স্থাপনের কাজ চলছে। এই হাসপাতালের ১০০টি শয্যা পেশাগত দায়িত্ব পালনকালে করোনা আক্রান্ত গণমাধ্যমকর্মীদের চিকিৎসাসেবা দেয়ার জন্য রিজার্ভ রাখার কথা রয়েছে। বসুন্ধরা হাসপতালের উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, তিন ধাপে বসুন্ধরা হাসপাতালে লোকবল পদায়ন করা হবে। ইতোমধ্যে পর্যাপ্ত লোকবলের ব্যবস্থা করা হয়েছে। প্রথম ধাপে ৫০০ রোগীর জন্য এবং দ্বিতীয় ধাপে আরো ৫০০ রোগীর জন্য চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে। এরপর বাকি রোগীদের জন্য ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্যমন্ত্রীর কথা অনুযায়ী, প্রথম ধাপে ৫০০ রোগীর চিকিৎসার ব্যবস্থা নিয়েই হাসপাতালটির উদ্বোধন হয়েছে। তাহলে গত এক মাসে কেন সাধারণ কোনো করোনা রোগীকে সেখানে ভর্তি নেয়া হলো না- জনমনে এখন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেউ কেউ বলছেন, এই হাসপাতালটি যদি শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিকিৎসার জন্য নির্দিষ্ট করে রাখা হয়, তাহলে তা জানিয়ে দেয়া উচিত। এতে করে সাধারণ রোগীরা বিভ্রান্তির মধ্যে পড়বেন না। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাবের এক কর্মকর্তা জানান, বসুন্ধরা হাসপাতালে শুধুমাত্র র‌্যাবের করোনা আক্রান্ত সদস্যদের চিকিৎসা দেয়া হচ্ছে না, অন্যান্য বাহিনীর সদস্যরাও চিকিৎসা নিচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App