×

আন্তর্জাতিক

পাকিস্তানি নেতার ‘করোনা ঘুমানোর’ বক্তব্য ভাইরাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২০, ০৩:০৯ পিএম

পাকিস্তানি নেতার ‘করোনা ঘুমানোর’ বক্তব্য ভাইরাল

ফজল-উর-রহমান। ছবি, টুইটার।

`আমরা যখন ঘুমিয়ে থাকি ভাইরাসও নাকি ঘুমিয়ে পড়ে। ক্ষতি করে না আমাদের।' পাকিস্তানের এক রাজনৈতিক নেতার এমনই বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা ও হাসাহাসি। ভিডিয়োতে বলতে শোনা যাচ্ছে, ‘চিকিৎসকরা নাকি তাকে বলেছেন, বেশি করে ঘুমাতে। কারণ আমরা যখন ঘুমোই, ভাইরাসও ঘুমিয়ে পড়ে। আর আমরা ঘুমালে ভাইরাস যদি ঘুমিয়ে পড়ে, তবে আমরা মারা গেলে ভাইরাস কি মারা যাবে না?’ দেখা যাচ্ছে, তার এই বক্তব্য শুনে পেছনে দাঁড়ানো অনুগামীরাও ঘাড় নেড়ে সহমত পোষণ করছেন। পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়ত রবিবার তার ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানের জামিয়াত উলেমা-ই-ইসলামের নেতা ফজল-উর-রহমান একটি প্রকাশ্য জায়গায় বক্তব্য রাখছেন। তার পিছনে কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন, তাদের এক জনের মুখে মাস্ক। তাই মনে করা হচ্ছে, এটি সম্প্রতিক কোনো ভিডিও। আর ওই বক্তা করোনাভাইরাস প্রসঙ্গেই একথা বলছেন। বক্তব্য দেয়া ওই নেতা পাকিস্তানের পঞ্চম বৃহত্তম দল জামিয়াত উলেমা-ই-ইসলামের সভাপতি। তার দল ২০১৩ সালের ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশনে ২৭২টি মধ্যে ১৫টি আসন জিতেছিল। ভিডিওটি দু’দিনেই প্রায় ৩৫ হাজার বার দেখা হয়েছে। https://twitter.com/nailainayat/status/1271909481480425474

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App