×

আন্তর্জাতিক

ফ্লাইট বাতিল, আবারও স্কুল বন্ধ চীনে

Icon

nakib

প্রকাশ: ১৭ জুন ২০২০, ০৪:৫৫ পিএম

ফ্লাইট বাতিল, আবারও স্কুল বন্ধ চীনে

নতুন করে গণহারে করোনা পরীক্ষা করাচ্ছে চীন

করোনা ভাইরাসের দ্বিতীয় আঘাতের শঙ্কা দেখা দিয়েছে চীনে। বেইজিং বিমানবন্দর থেকে অধিকাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আবারও স্কুলগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। রাজধানীর একটি খাবারের দোকান থেকে নতুন করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এসব পদক্ষেপ নেয়া হয়েছে।

তাছাড়া বেইজিং থেকে কাউকে না বের হতে অনুরোধ করেছে প্রশাসন। ফলে আবারও লকডাউনে পড়তে যাচ্ছে চীন। বেইজিংয়ের প্রধান বিমানবন্দর থেকে প্রায় ১ হাজার ২৫৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে যা মোট ফ্লাইটের প্রায় ৭০ শতাংশ। ঝুঁকিপূর্ণ এলাকাতে যান চলাচলও বন্ধ করে দেয়া হচ্ছে। তাছাড়া গণহারে নমুনা পরীক্ষা করার কার্যক্রম চলমান রযেছে।

শহরটিতে গত ৬ দিনে ১৩৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এরপর থেকেই খেলার উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বারগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App