×

অপরাধ

নিয়ম না মানায় মগবাজারে ৩৯ হাজার টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২০, ১১:৫৪ পিএম

নিয়ম না মানায় মগবাজারে ৩৯ হাজার টাকা জরিমানা

নিয়ম না মেনে সার্জিকাল মাস্ক বিক্রি

রাজধানীর মগবাজার ওয়ার্লেস এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে সময় নিয়ম না মেনে সার্জিকাল মাস্ক বিক্রি ও বিকেল ৪টার পর দোকান খোলা রাখা ৬টি মামলায় ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকা মহানগর পুলিশের রমনা এলাকার সিনিয়র সহকারী কমিশনার শেখ মোহাম্মদ শামীমের সহায়তায় বুধবার (১৭ জুন) অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা।

তিনি বলেন, অভিযানের সময় বিকেল ৪টার পর দোকান খোলা দেখা যায়। এছাড়া মগবাজারে একটি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায় সার্জিক্যাল মাস্কের প্যাকেটের উপর কোনো আমদানিকারকের স্টিকার, উৎপাদনের তারিখ, ব্যাচ নং ও মুল্য লেখা ছিল না। তাই ওই ফার্মেসিসহ ৫টি দোকানকে মোট ৩৯ হাজার টাকা জরিমাণা করা হয়। এছাড়াও ১৬বক্স সার্জিক্যাল মাস্ক জব্দ করা হয়। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট মাহনাজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App