×

পুরনো খবর

কাতার এয়ারের অফিস বন্ধ, টিকেট অনলাইনে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২০, ১১:২১ পিএম

কাতার এয়ারওয়েজ তাদের ঢাকা অফিস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। তবে অফিস না খুললেও বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ করছে না সংস্থাটি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীদের উপচে পড়া ভীড় ঠেকাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে যাত্রীরা অনলাইন ও মোবাইল ফোনে টিকে কিনতে বা কনফার্ম করতে পারবেন। গত ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে সীমিত আকারে বিমান চলাচলের অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সে অনুযায়ী ঢাকা-দোহা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চলানোর অনুমতি পায় কাতার এয়ারওয়েজ। মূলত ট্রানজিট হিসেবে দোহা এয়ারপোর্ট ব্যবহারের অনুমতি পান বাংলাদেশের যাত্রীরা। ফলে দীর্ঘদিন ইউরোপ-আমেরিকায় যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েন তেজগাঁওয়ে কাতার এয়ারওয়েজের অফিসে। এতে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি ভেঙে পড়ে। এরইমধ্যে কাতার এয়ারওয়েজ এদেশ থেকে ২টি ফ্লাইট পরিচালনা করলেও অফিসের ভিড় সামলাতে গিয়ে হিমশিম অবস্থায় পড়ে। সে কারণেই আজ এমন সিদ্ধান্ত আসল। এ দেশ থেকে সপ্তাহে আরো বেশি ফ্লাইট পরিচালনার জন্য এরই মধ্যে অনুমতি চেয়েছে সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App