×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হাইড্রোক্সিক্লোরোকুইনের অনুমোদন প্রত্যাহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২০, ১১:০৪ এএম

করোনার চিকিৎসার জন্য ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইনের জরুরি ব্যবহারের অনুমোদন বাতিল করলো যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। সোমবার এফডিএ ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ওষুধ দুইটির ওপর সম্প্রতি চলা গবেষণার পর্যালোচনা বিবেচনায় নিয়ে সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে কোভিড-১৯ চিকিৎসায় জরুরি ব্যবহারের অনুমোদন বাতিলের। কারণ সর্বশেষ গবেষণায় করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ও ক্লোরোকুইনের কার্যকারিতা প্রমাণিত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। তিনি নিজেও এই ওষুধ ব্যবহার করেছেন বলে দাবি করেছিলেন। এফডিএর প্রধান বিজ্ঞানী ডেনিস হিন্টন এক চিঠিতে লিখেছেন, ওষুধ দুটি ব্যবহারে ভালো ফলের থেকে ঝুঁকি বেশি। হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইনের ব্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে গুরুতর হৃদযন্ত্রের সমস্যা তৈরি করতে পারে। তাই এ ওষুধ ব্যবহারের অনুমোদন বাতিল করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App