×

সাহিত্য

মুক্তিযুদ্ধ জাদুঘরের অনলাইন চলচ্চিত্র উৎসব আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২০, ০১:৩৭ এএম

মুক্তিযুদ্ধ জাদুঘরের অনলাইন চলচ্চিত্র উৎসব আজ

মুক্তিযুদ্ধ জাদুঘর

করোনা-পীড়িত সময়ে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজন করছে ‘৮ম লিবারেশন ডকফেস্ট’ প্রামাণ্যচিত্র উৎসব। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় ভার্চুয়ালি পাঁচ দিনব্যাপী এ উৎসবের শুরু হচ্ছে। উদ্বোধক মুক্তিযোদ্ধা ও প্রবীণ চলচ্চিত্র নির্মাতা সালাউদ্দিন জাকি। মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ থেকে অনুষ্ঠানের সমন্বয়কারী রফিকুল ইসলাম জানান, দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এ অনলাইন চলচ্চিত্র উৎসব। এতে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ও জাতীয় বিভাগ ছাড়াও বিভিন্ন প্যাকেজে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। এবারের আয়োজনে ‘বঙ্গবন্ধু মুক্তিদাতা’ বা ‘বঙ্গবন্ধু দ্যা লিবারেটর’ বিভাগে রয়েছে বঙ্গবন্ধু ও তৃতীয় বিশ্বের নেতাদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। ‘সিনেমা অব দ্যা ওয়ার্ল্ড’ বিভাগে দেখা যাবে বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য ও সাম্প্রতিক প্রামাণ্যচিত্র। এছাড়া, শিক্ষার্থীদের নির্মিত ‘ওয়ান মিনিট ফিল্ম’ বিভাগে পূর্বভারতের নতুন প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। দেশ ও দেশের বাইরের আগ্রহী দর্শক বিনামূল্যে এসব প্রামাণ্যচিত্র দেখতে পারবেন। তবে আগ্রহী দর্শকরা নির্ধারিত লিংক (www.liberationdocfestbd.org) থেকে রেজিস্ট্রেশন এবং আয়োজনের বিস্তারিত তথ্য জানতে পারবেন। রেজিস্ট্রেশনকারী সবাই প্রামাণ্যচিত্রের তালিকা, সময়সূচি এবং তথ্য নিয়মিতভাবে পাবেন। ২০ জুন শনিবার শেষ হবে এ উৎসব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App