×

খেলা

বায়ার্ন মিউনিখের শিরোপা জয়ের রাত আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২০, ০৯:০২ পিএম

বায়ার্ন মিউনিখের শিরোপা জয়ের রাত আজ

নিষেধাঞ্জা কাটিয়ে আজ বায়ার্নের হয়ে মাঠে নামবেন রবার্ট লেওয়ানদোস্কি।

জার্মান বুন্দেসলিগায় বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (১৬ জুন) রাত ১২টা ৩০মিনিটে মাঠে নামতে যাচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ ও ১৭ নম্বরে থাকা ওয়ের্দার ব্রিমেন। আজকের এই ম্যাচটিতে জয় পেলেই টানা অষ্টমবারের মতো বুন্দেসলিগার শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে বায়ার্ন মিউনিখের। আর সবমিলিয়ে এটি হবে তাদের বুন্দেসলিগার ৩০তম শিরোপা জয়।

বায়ার্ন কোচ হ্যানসি ফ্লিক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন তার দল শিরোপা নিশ্চিত করতেই এই ম্যাচটিতে মাঠে নামবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ওয়ের্দার ব্রিমেন অবনমনের শঙ্কায় আছে। তবে বায়ার্নের কাছ থেকে এজন্য কোনো সুবিধা তারা পাবে না। আমরা এদিন শিরোপা জিততেই মাঠে নামবো। তবে আমি মনে করি ওয়ের্দার সুবিধা আদায় করে নিতে চাইবে। আমরাও এদিক দিয়ে সচেষ্ট থাকবো।’

এদিকে আজকের ম্যাচটিতে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নামবেন বুন্দেসলিগা ও বায়ার্নের এই মৌসুমের শীর্ষগোলদাতা রবার্ট লেওয়ানদোস্কি ও থমাস মুলার। ফলে গত ম্যাচের তুলনায় আরো শক্তিশালী দল নিয়ে মাঠে নামার সুযোগ পাবে বায়ার্ন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App