×

রাজধানী

প্রেসক্লাবের সদস্য ও পরিবারবর্গের জন্য এ্যাম্বুলেন্স সেবা চালু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২০, ০৮:৫১ পিএম

প্রেসক্লাবের সদস্য ও পরিবারবর্গের জন্য এ্যাম্বুলেন্স সেবা চালু

এ্যাম্বুলেন্স সেবা। ছবি: ভোরের কাগজ।

প্রেসক্লাবের সদস্য ও পরিবারবর্গের জন্য এ্যাম্বুলেন্স সেবা চালু

সার্বক্ষণিক এ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা। ছবি: ভোরের কাগজ।

জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে সদস্য ও পরিবারবর্গের জন্য সার্বক্ষণিক এ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সহায়তায় ঢাকা শহরের যে কোন স্থান থেকে এই সার্ভিস দেওয়া হবে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে প্রেস ক্লাব প্রাঙ্গণে সার্বক্ষণিক এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়। এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা।

[caption id="attachment_226246" align="aligncenter" width="687"] সার্বক্ষণিক এ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা। ছবি: ভোরের কাগজ।[/caption]

প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম, ব্যবস্থাপনা কমিটি সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: বাদল মাতবর অনুষ্ঠানের উপস্থিত ছিলেন।

সদস্যদের অ্যাম্বুলেন্স সেবার জন্য ক্লাব কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দীন (০১৫৫২৩৭০০৬৭) এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App