×

আন্তর্জাতিক

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২০, ০১:০২ পিএম

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন/ফাইল ছবি

করোনার উপসর্গ নিয়ে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী নিজেই। অতিরিক্ত জ্বর ও শ্বসকষ্টজনিত কিছু সমস্যা দেখা দিয়েছে তার। আজ তার করোনা পরীক্ষা করা হতে পারে বলেও জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার একটি বৈঠকে অংশ নিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। ওই বৈঠকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও উপস্থিত ছিলেন। এর আগে গলাব্যথা ও জ্বর অনুভব করলে গত সপ্তাহে কোভিড-১৯ টেস্ট করান দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। তবে কোভিড পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে মুখ্যমন্ত্রীর।

ভারতে এ পর্যন্ত তিন লাখ ৪৩ হাজার ৯১ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গেছে ৯ হাজার ৯১৫ জন। তবে সবচেয়ে বেশি আঘাত হেনেছে দিল্লিতে। সেখানে ৪০ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App