×

রাজধানী

স্বাস্থ্যবিধি না মানায় ২১৬০০ টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২০, ১০:১৭ পিএম

স্বাস্থ্যবিধি না মানায় ২১৬০০ টাকা জরিমানা

এক দোকানদারকে জরিমানা করার সময়। ছবি: ভোরের কাগজ।

রাজধানীর বাংলামোটর, ইস্কাটন ও বড় মগবাজার এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে সময় গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানা ও সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেয়া, বিকেল ৪টার পর দোকান খোলা রাখা ও অবৈধভাবে মল্ট বেভারেজ (নন এলকোহলিক রুট বিয়ার) এনে মজুদ করায় ১১টি মামলায় ২১ হাজার টাকা জরিমাণা করা হয়।

ঢাকা মহানগর পুলিশের রমনা এলাকার সিনিয়র সহকারী কমিশনার শেখ মোহাম্মদ শামীমের সহায়তায় সোমবার (১৫ জুন) অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা।

তিনি বলেন, অভিযানের সময় গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা, বিকেল ৪টার পর দোকান খোলা আছে কিনা তা দেখা হয়। এছাড়া বড় মগবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে একটি ওয়ারহাউজে মালামাল ঢুকানোর সময় অসঙ্গতি পাওয়া যায়। পরে সেখানে দেখা যায় অবৈধভাবে মল্ট বেভারেজ (নন এলকোহলিক রুট বিয়ার) এনে মজুদ করা হচ্ছিল যার সপক্ষে কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। তাই মোট ১১ মামলায় ২১ হাজার ৬০০ টাকা জরিমাণা করা হয়। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট মাহনাজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App