×

আন্তর্জাতিক

‘যুক্তরাষ্ট্রের চেয়ে ভালোভাবে করোনা মোকাবেলা করেছি’

Icon

nakib

প্রকাশ: ১৫ জুন ২০২০, ০৮:৫৬ পিএম

‘যুক্তরাষ্ট্রের চেয়ে ভালোভাবে করোনা মোকাবেলা করেছি’

পুতিন-ট্রাম্প

কারোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন দেশের ক্ষমতাবানদের সামর্থ ও কৌশন নিয়ে বিচার বিশ্লেষণ শুরু হয়েছে। এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্টের চেয়ে ভালোভাবে করোনা সংকট মোকাবেলা করেছেন বলে দাবী করেছেন। রাশিয়া ৫ লাখ ২৮ হাজারের বেশি রোগী নিয়ে বিশ্বে করোনা সংক্রমনের দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই তৃতীয় অবস্থানে রয়েছে। তবে সরকারী হিসেব মতে দেশটিতে মাত্র ৬ হাজার ৯৪৮ জনের মৃত্যু হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে সোয়া ১ লাখ মানুষের। তবে রাশিয়ার সরকারী এ পরিসংখ্যান নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। পুতিন বলেন, রাশিয়ার রাজনৈতিক শক্তি যুক্তরাষ্টে চেয়ে ভালোভাবে করোনা মোকাবেলা করতে পেরেছে। কারণ রাজ্যসরকার ও কেন্দ্রীয় সরকার কোন ধরণের মতপার্থক্য ছাড়া একটি টিম হিসেবে কাজ করতে পেরেছে। যেটি যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থার কারণে সেখানে সম্ভব হয়নি। এবার করোনা ভাইরাস ইস্যুতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রিয় কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন পুতিন। প্রকারান্তরে গণতন্ত্রের কার্যকারীতা নিয়েই প্রশ্ন পুতিনের। এর বিপরীতে ট্রাম্পের পক্ষ থেকে কোন মন্তব্য এখনো আসেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App