×

বাজেট

বাজেট অধিবেশন ২৩ জুন পর্যন্ত মুলতবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২০, ০৪:৩৬ পিএম

একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন ও ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন দীর্ঘ বিরতি দিয়ে পরবর্তি বৈঠক আগামী মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। আজ সোমবার (১৫ জুন) জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানান হয়েছে।

এর আগে গত বুধবার একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে মুলতবি ঘোষণা করেন স্পিকার। পরের দিন বৃহষ্পতিবার বিকেল তিনটায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অধিবেশনটি চলে মাত্র ৫২ মিনিট। এর পরে শুক্র ও শনিবার বিরতি দিয়ে রবিবার সকাল ১১ টায় আবার অধিবেশন বসলেও আওয়ামী লীগের বর্ষিয়ান সদস্য ও সাবেক মন্ত্রী মোহম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকটে শেখ মো: আব্দুল্লাহর মৃত্যুতে অধিবেশনে শোক প্রস্কাব এনে মুলতবি ঘোষণা করেন স্পিকার।

আজ সকাল সাড়ে দশটায় অধিবেশন শুরু হয়ে চলে প্রায় দেড়টা নাগাদ। এর পরে স্পিকার বাজেট অধিবেশটি আগামী ২৩ জুন সকাল ১১ টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। ইতোমধ্যে আজ সম্পূরক বাজেটের ওপর আলোচনা হয় এবং সম্পূরক বাজেট পাশ হয় সংসদে। সংসদে উত্থাপিত বিদায়ী অর্থবছরের সম্পূরক আর্থিক বিবৃতিতে বলা হয়, ২০১৯-২০ অর্থবছরের মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয়/বিভাগের অনুকূলে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা বরাদ্দ ছিল।

সংশোধিত বাজেটে ২৬টি মন্ত্রণালয়/বিভাগের বরাদ্দ ৪৬ হাজার ৫১৬ কোটি ১১ লাখ ১০ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে এবং ৩৫টি মন্ত্রণালয়/বিভাগের বরাদ্দ ১৮ হাজার ৩৫৩ কোটি ৯৭ লাখ টাকা হ্রাস পেয়েছে। সার্বিকভাবে ২১ হাজার ৬১৩ কোটি টাকা হ্রাস পেয়ে সংশোধিত বরাদ্দ নিট দাঁড়িয়েছে পাঁচ লাখ এক হাজার ৫৭৭ কোটি টাকা।

করোনা ভাইরাসের কারণে চলতি অধিবেশনে ২০২০-২১ অর্থ বছরের বাজেটের ওপর আলোচনার সময় সংক্ষিপ্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App