×

আন্তর্জাতিক

পিপিই সংকট, ধর্মঘটে ডাক্তাররা!

Icon

nakib

প্রকাশ: ১৫ জুন ২০২০, ০৭:৪১ পিএম

পিপিই সংকট, ধর্মঘটে ডাক্তাররা!

নাইজেরিয়া

করোনা ভাইরাস আসার পর বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এবার পিপিই সংকটে নাইজেরিয়ার সরকারী হাসপাতালের ডাক্তরারা ধর্মঘটের ডাক দিয়েছেন। তবে স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যে করোনায় সংক্রমিত রোগীদের সেবা প্রধান অব্যাহত রাখবেন বলে জানান।

নাইজেরিয়া আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবসতির দেশ। সেখানে ২০ কোটি মানুষের মধ্যে এখন পর্যন্ত ১৬ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৪২০ জনের। এখন পর্যন্ত আটশর বেশি ডাক্তার ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতেই  চিকিৎসা ব্যবস্থা অনেকটা মুখ থুবড়ে পড়েছে।

করোনা রোগী ছাড়া সব ধরণের চিকিৎসার ওপর এ ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান ধর্মঘট আহ্বানকারী সংস্থার প্রতিনিধিরা। তবে তারা করোনা রোগীদের সেবা থেকে বঞ্চিত করতে চান না বলে তাদের সেবা প্রদান করে যাবেন বলেও জানানো হয়।

ডাক্তারদের অনেক ধরণের সীমাবদ্ধতার মধ্যে কাজ হয়। এ বিষয়ে তারা সরকারকে আগেই সতর্ক করেছিল তবে কোন সমাধান না হওয়ায় এমন কর্মসূচি দেওয়া হয়েছে। এতে করে সামনে দেশটির চিকিৎসা ব্যবস্থায় বড় ধরণের বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App