×

রাজধানী

করোনা পরীক্ষার সনদ জালিয়াতি, গ্রেপ্তার ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২০, ০৮:৫৭ পিএম

করোনা পরীক্ষার সনদ জালিয়াতি, গ্রেপ্তার ৪

করোনা সনদ জালিয়াতি চক্র। ছবি: ভোরের কাগজ।

রাজধানী মুগদা এলাকা থেকে সোমবার (১৫ জুন) করোনা পরীক্ষার সনদ জালিয়াতি চক্রের ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্ণেল রাকিবুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফজল হক (৪০), মো. শরিফ হোসেন (৩২), মো. জামশেদ (৩০) ও মো. লিয়াকত আলী (৪৩)।

রাকিবুল হাসান বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলাকালীন সময় বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরবর্তিতে দেশের অর্থনীতির চাকা সচল রাখার উদ্দেশ্যে সীমিত পরিসরে সকল প্রকার অফিস-আদালত খুলে দেয়া হয়। সে সময় দেখা যায় চলাচলসহ ভ্রমণ সুবিধার জন্য অনেকেই নেগেটিভ সনদ আবার সরকারি ছুটি ও বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা গ্রহনের নিমিত্তে ভূয়া পজেটিভ সনদপত্র গ্রহন করছে এক শ্রেণির কিছু মানুষ। যার ফলে নজরদারী বাড়ানো হয়।

তিনি বলেন, সোমবার দুপুর ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। সে সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান কোভিড-১৯ এর ভূয়া নেগেটিভ সনদপত্র, ২টি কম্পিউটার, ২টি প্রিন্টার ও ২টি স্ক্যানার উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App