×

আন্তর্জাতিক

খুলছে ইউরোপের সীমান্ত, ফের লড়াইয়ে চীন

Icon

nakib

প্রকাশ: ১৫ জুন ২০২০, ০৬:১৮ পিএম

খুলছে ইউরোপের সীমান্ত, ফের লড়াইয়ে চীন

পর্যটনে ধাক্কা

কয়েক মাসের করোনা ভাইরাসের সাথে যুদ্ধের অবসান ঘটিয়ে আবারও সীমান্ত খুলে দেয়ায় সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে নতুন করে করেনা ভাইরাসের দ্বিতীয় আঘাতে ফের লকডাউনের দেকে যাচ্ছে চীন।

ইউরোপের বিভিন্ন দেশে গত কয়েক সপ্তাহে করোনা ভাইরাসের সংক্রমণ কমতে থাকায় সোমবার (১৫ জুন) থেকে স্বাভাবিক জীবনে যাচ্ছে দেশগুলো। কঠোর লকডাইনের ফলে প্রাণহানি কমলেও অর্থনীতিতে ব্যাপক ধাক্কা লেগেছে বিভিন্ন দেশে। তবে দীর্ঘদিন পর বেলজিয়াম, ফ্রান্স, জার্মানী, গ্রিস ও ইউক্রেন তাদের সীমান্ত খুলে দিয়েছে। প্যারিস ও ইংল্যান্ডেও লকডাউন শিথীল করা হয়েছে।

অন্যদিকে লাটিন আমেরিকান দেশগুলোতে করোনার সংক্রমণ বাড়ছে। তাছাড়া ইরান ও ভারতে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে প্রতিদিন। চীন তাদেরকে করোনা মুক্ত ঘোষণা দেয়ার পরেই আবার দ্বিতীয় আঘাতের সম্মুখিন হচ্ছে। উহানের মতো বেইজিংয়ের একটি খাবার মার্কেট থেকে নতুন করে ছড়িয়ে পড়া ভাইরাসে সংক্রমিত হয়েছে প্রায় ৭৫ জন। শহরটির ২১ এলাকায় নতুন করে যুদ্ধকালীন জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং গণ নমুনা পরীক্ষার কর্মসূচি নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App