×

আন্তর্জাতিক

আন্দোলনে আহত শ্বেতাঙ্গকে কাঁধে নিয়ে যাচ্ছেন কৃষ্ণাঙ্গ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২০, ০৫:৩৪ পিএম

আন্দোলনে আহত শ্বেতাঙ্গকে কাঁধে নিয়ে যাচ্ছেন কৃষ্ণাঙ্গ

ছবিটি বিশ্বজুড়ে ভাইরাল

আমেরিকার বর্ণবিদ্বেষবিরোধী আন্দোলনের ঢেউ পৌছেছে লন্ডনেও। শনিবার লন্ডনে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বিক্ষোভ হয়। তার বিরুদ্ধে পথে নামে আরও একদল মানুষ। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তখনই এক শ্বেতাঙ্গ ব্যক্তি আহত হন। তাকে কাঁধে করে এক কৃষ্ণাঙ্গ আন্দোলনকারী ভিড়ের বাইরে নিয়ে আসেন। রয়টার্সের ফটোগ্রাফার ডিলান মার্টিনেজ সঙ্গে সঙ্গে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। ছবিটি বিশ্ব জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে। মার্টিনেজ জানিয়েছেন, মারপিটের সময় তিনি ওয়াটারলু ব্রিজের কাছে দাঁড়িয়েছিলেন। তিনি গিয়েছিলেন বর্ণবিদ্বেষবিরোধী আন্দোলনের ছবি তুলতে। আন্দোলনকারীদের বিরুদ্ধে পথে নামে অতি দক্ষিণপন্থী একটি দলের লোকজন। দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এমন সময় মার্টিনেজ দেখেন, তার সামনেই এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি জনৈক শ্বেতাঙ্গকে কাঁধে করে নিয়ে আসছেন। তার আসার জন্য আন্দোলনকারীরা দু’ভাগে ভাগ হয়ে পথ করে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App