×

খেলা

বন্ধ হচ্ছে বিসিসিআই কর্মীদের মিডিয়ায় কথা বলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২০, ১০:২১ পিএম

বন্ধ হচ্ছে বিসিসিআই কর্মীদের মিডিয়ায় কথা বলা

বিসিসিআই

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উচ্চপদস্থ কর্মকর্তারা নিজ দেশের ক্রিকেটের সম্বন্ধে গণমাধ্যমে বিভিন্ন সময় নানা ধরনের কথা বলেন। গত কয়েকমাস ধরেই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের বিষয় একেকসময় শোনা যাচ্ছে একেক তথ্য। প্রতিটি খবরেরই সুত্র হিসেবে থাকেন ভারতীয় ক্রিকেট বোর্ডের উচ্চপদস্থ কোন কর্মকর্তা।

এমন পরিস্থিতিতে নিয়ম করে বিসিসিআই কর্মীদের মিডিয়ায় কথা বলা বন্ধ করা হচ্ছে। সে লক্ষ্যে এরই মধ্যে প্রায় একশর বেশি কর্মকর্তাকে এ বিষয়ক ই-মেইল দেয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দপ্তর থেকে।

এ বিষয়ে ক্রিকেট নেক্সটকে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, ‘আমরা জানতে পেরেছি যে বিসিসিআইয়ের কয়েকজন চাকুরে মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছে। যা আমাদের চুক্তির বরখেলাপ। এছাড়াও এতে করে বোর্ডের মূল্যবান ও গোপনীয় তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে।’

‘আমরা আশা করছি, যারা বোর্ডের অনুমতি ছাড়াই মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছে এবং ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে বিভিন্ন তথ্য ফাঁস করে দিচ্ছেন, তারা খুব দ্রুত নিজেদের অবস্থান পরিষ্কার করবেন। ভবিষ্যতে যদি বিসিসিআইয়ের কোন কর্মী অনুমতি ছাড়াই মিডিয়া কিংবা অন্য কোনভাবে কোন সাক্ষাৎকার দেয়, তাহলে শক্ত পদক্ষেপ নেয়া হবে। যা হতে পারে চাকরি থেকে ছাটাইয়ের মতো কঠিন সিদ্ধান্তও।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App