×

খেলা

ফের স্টেনের বাড়িতে হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২০, ০৩:৫০ পিএম

ফের স্টেনের বাড়িতে হামলা

ডেল স্টেইন

করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে অনেক মানুষ বেকার হয়ে পড়েছে। কাজ হারিয়ে অসহায় হয়ে পড়েছেন অনেকে। এর মধ্যে বেড়েছে অপরাধ প্রবণতাও। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন। প্রোটিয়া দলের তারকা পেসার ডেল স্টেইন যেখানে থাকেন, সেখান থেকে কেপটাউন বেশি দূরে নয়। করোনার এই সময়টায় গত শুক্রবার থেকে তিন তিনবার হামলার শিকার হয়েছে তার পরিবার। দক্ষিণ আফ্রিকায় এমনিতেই অনেক শহরকে অপরাধের শহর মনে করা হয়। করোনা পরিস্থিতিতে ঝামেলা আরও বেড়েছে। এপ্রিল আর মে মাসে সীমিত আকারে লকডাউন চলছিল দেশটিতে। চলতি মাসের শুরু থেকে লেভেল থ্রি লকডাউন দিয়েছে দেশটির সরকার। এর মধ্যে আশংকাজনকহারে বেড়েছে খুনসহ নানা অপরাধ। কেপটাউনকে বিশ্বের অষ্টম অপরাধপ্রবণ শহর হিসেবে তালিকায় আনা হয়েছে গত বৃহস্পতিবার। তাই নিজ বাড়িতে হামলার বিষয়ে স্টেইন তার টুইটার অ্যাকাইন্টে সবাইকে সতর্ক করে দিয়ে লিখেন, ‘শুক্রবার থেকে তিন তিনবার আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। গতকাল তারা আমার বন্ধুর গাড়ি ভাঙচুর করেছে। আজ রাতে আমার মা বাড়িতে একা ছিলেন। তিনি এমন হামলায় ভীষণ ভয় পেয়েছেন।’ করোনার এই ক্রান্তিকালে অনেক মানুষ বেকার ও অসহায় হয়ে পড়েছেন। এই সময়টায় হতাশা থেকেই এখন অপরাধে জড়িয়ে পড়ছেন অনেকে। এ বিষয়ে টুইটারে তিনি আরও লিখেছেন, ‘করোনার কারণে স্বাভাবিকভাবেই মানুষজন হতাশার মধ্যে দিন পার করছেন। আমার মনে হয়, এই টুইট সবাইকে সাহায্য করতে পারে, সবাই যাতে নিরাপদে থাকেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App