×

খেলা

ফাইনালে জুভেন্টাসের সঙ্গী নাপোলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২০, ০৩:১৬ পিএম

ফাইনালে জুভেন্টাসের সঙ্গী নাপোলি

নাপোলির হয়ে গোল করার পর মার্টিন্সের উল্লাস। ছবি: ইন্টারনেট

কোপা ইতালিয়ার ফাইনালে আগামী ১৭ জুন জুভেন্টাসের মোকাবিলা করবে নাপোলি। রবিবার (১৪ জুন) দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ১-১ গোলের ড্র করে তারা। সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে ইন্টারের বিপক্ষে তাদে ঘরের মাঠ সান সিরোতে ১-০ গোলের জয় পেয়েছিল তারা। আর দুই লেগ মিলিয়ে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থাকায় ২০১৪ সালের পর প্রথমবারের মতো কোপা ইতালিয়ার ফাইনালের টিকেট পেল নাপোলি।

অবশ্য ম্যাচের মাত্র ২ মিনিটের সময় ইন্টার মিলানের ক্রিশ্চিয়ান এরিকসন নাপোলির বিপক্ষে গোল করে ফেলেন। এর ফলে নাপোলির ফাইনালে উঠার রাস্তা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। তবে ম্যাচের শুরুতেই পাওয়া ধাক্কা কাটিয়ে উঠে নাপোলি। এরপর ম্যাচের ৪১ মিনিটের সময় ড্রাইস মার্টেনস গোল করে নাপোলিকে সমতা এনে দেন। এর মাধ্যমে নাপোলির ইতিহাসে সর্বোচ্চ গোল করার নতুন রেকর্ড গড়েন তিনি। আগে নাপোলির হয়ে ১২১টি গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন সাবেক অধিনায়ক মারেক হামসিক। শনিবার (১৩ জুন) নিজের ১২২তম গোলটি করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের কাছে বাগিয়ে নেন মার্টেনস।

এর আগে গতকাল শনিবার এসি মিলানের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে ০-০ গোলের ড্র করেও ফাইনালে যায় জুভেন্টাস। ক্লাবটি সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল। কিন্তু অ্যাওয়ে গোলের হিসেবে ফাইনালের টিকেট পায় রোনালদোরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App