×

রাজধানী

ডিএনসিসির ১৬৪ স্থাপনায় মিলেছে এডিসের লার্ভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২০, ১১:৪৮ পিএম

ডিএনসিসির ১৬৪ স্থাপনায় মিলেছে এডিসের লার্ভা

ডিএনসিসির অভিযান। ছবি: ভোরের কাগজ।

এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের নবম দিনে রবিবার (১৪ জুন) মোট ১৩হাজার ২০৫ টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে ১৬৪ টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

এছাড়া ৮হাজার ৮৪৭ টি স্থানে এডিস মশা বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এডিস মশার লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে আজ ২০ টি মামলায় মোট ৩ লক্ষ ৯১ হাজার টাকা জরিমানা করা হয়। আপরিচ্ছন্ন পরিবেশ ও এডিসের লার্ভা পাওয়ায় অন্যান্য বাড়ি ও স্থাপনার মালিককে সতর্ক করা হয়েছে।

গত ৬ জুন থেকে গতকাল পর্যন্ত ৯ দিনে ৫৪টি ওয়ার্ডে মোট ১ লক্ষ ২০ হাজার ৮৩৩ টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ১ হাজার ৪৩৩ টিতে এডিস মশার লার্ভা এবং ৮৩ হাজার ১৫৬ টি স্থানে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এবং এই ৯ দিনে মোট ১৯লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App