×

আন্তর্জাতিক

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দেশে দেশে হোঁচট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২০, ০৯:৩৬ এএম

সংক্রমণ যে হারে বাড়ছে তাতে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন শিথিলের পদক্ষেপ ও অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা মুখ থুবড়ে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ভারত, যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়াসহ অনেক দেশই এখন এ পরিস্থিতির মুখে। ভারতে মার্চে শুরু করা লকডাউন শিথিল করার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণও। সেখানে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ ৮৪ হাজার ৩৭৯ শনাক্ত নিয়ে আক্রান্তের হিসেবে চীনকে ছাড়িয়েছে এ সময়ে। ক্ষতিগ্রস্তের তালিকায় ১৮ নম্বরে থাকা দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ১৩৯ জন। পাকিস্তানে গত ৯ মে লকডাউন তুলে নেয়ার পর থেকে বেড়েই চলেছে সংক্রমণ। প্রতি ৫ জনের মধ্যে প্রায় দুই জন ভাইরাস পজিটিভ পাওয়া যাচ্ছে। লকডাউন তোলার আগে প্রতি ১০ জনে ১ জনের পজিটিভ পাওয়া যেত। বিশ্বের চতুর্থ বৃহত্তম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়াতে সংক্রমণ বাড়ছে। সেখানে প্রতিদিন গড়ে হাজারখানেক মানুষ নতুন শনাক্ত হচ্ছেন। এদিকে ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসেবে গতকাল শনিবার পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত ৭৭ লাখ ৫৯ হাজার, মৃত ৪ লাখ ২৯ হাজার এবং সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ছিল ৩৯ লাখ ৭৬ হাজার। মহামারির প্রথম দিকে দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর ভাইরাস নিয়ন্ত্রণে সফল হয়ে বিশ্বের মনোযোগ কাড়লেও সম্পতি কয়েক মাসে আবার দেশ দুটিতে নতুন করে সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে। মে মাসের প্রথম দিকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইতেওন এলাকার নাইট ক্লাব এবং বারগুলোতে যাওয়া এক যুবকের কাছ থেকে ভাইরাসের গুচ্ছ সংক্রমণ ধরা পড়ে। ফলে দ্রুত সরকারকে আবার বেশ কিছু নাইটক্লাব এবং বার বন্ধ করে দিতে হয়। সেইসঙ্গে স্কুল খুলে দেয়ার পরিকল্পনাও পিছিয়ে দিতে হয়। ওদিকে, সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকদের ডরমিটরিতে সংক্রমণের ব্যাপক হারের কারণে দেশটিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং অ্যারিজোনাসহ অর্ধডজন রাজ্যই বাড়তে থাকা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় হিমশিম খাচ্ছে। রোগীতে ভরে যাচ্ছে হাসপাতাল, অনেক রোগীর ভাগ্যে আইসিইউ শয্যাও জুটছে না। গত মাসের শেষ দিকে মেমোরিয়াল ডে উদযাপনে অনেক মার্কিনি সাগরতীর ও লেকে যাওয়ায় দ্বিতীয় দফায় ভাইরাসের প্রকোপ বাড়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় রাজধানী মস্কোয় এখনো দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজারের বেশি। ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৮ লাখ। তারপরও দেশটির বড় দুটি শহরে গত বৃহস্পতিবার থেকে দোকানপাট খুলেছে। ইউরোপে সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সংক্রমণের হার নিয়ন্ত্রণের মধ্যেই আছে বলে জানালেও বিধিনিষেধ আবার আরোপ করা হতে পারে বলে সতর্ক করেছেন। তাছাড়া, যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকে ইউরোপের বড় বড় শহরগুলোতে সম্প্রতি কয়েকদিনে লাখো মানুষ যে বর্ণবাদবিরোধী বিক্ষোভ করেছে তাতে অচিরেই মহামারি দ্বিতীয় ধাপে প্রকট হয়ে উঠতে পারে বলে শঙ্কিত বিশেষজ্ঞরা। ভারতে গতকাল শনিবার সকাল পর্যন্ত ৮ হাজার ৮৯০ জন মারা গেছেন। একদিনে রেকর্ড ১১ হাজার ৪৫৮ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন সেখানে। একদিনে করোনা প্রাণ কেড়ে নিয়েছে আরো ৩৮৬ জনের। ১৩০ কোটি জনসংখ্যা অধ্যুষিত ভারতে লকডাউন শিথিল হওয়ার পর থেকে প্রতিদিনই শনাক্ত আগের দিনের রেকর্ড ছাড়িয়েছে। সেখানে শনাক্ত দুই লাখ থেকে তিন লাখে উঠেছে মাত্র ১০ দিনে। সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে চার লাখে পৌঁছাতে আরো কম সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App