রেড জোনে ঢাকার ৪৫ এলাকা

আগের সংবাদ

স্বাস্থ্য খাতে বরাদ্দ কতটা পর্যাপ্ত?

পরের সংবাদ

গুজরাটে কেন ভারতের সবচেয়ে বেশি মৃত্যুহার

প্রকাশিত: জুন ১৪, ২০২০ , ৯:১৭ অপরাহ্ণ আপডেট: জুন ১৫, ২০২০ , ১:২৬ অপরাহ্ণ

ভারতে প্রতিনিয়ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেশটিতে মৃত্যুহার প্রায় ২.৮ শতাংশ। তবে দেশটির পশ্চিমাঞ্চলের গুজরাট রাজ্যে মৃত্যু হার দ্বি-গুণের বেশি। প্রায় ৬.২% মানুষ করোনায় মারা যাচ্ছে শহরটিতে। যা রাজ্যটিকে ভারতের সবচেয়ে বেশি মৃত্যুর শহরে পরিণত করেছে। এ রাজ্যে প্রায় সাড়ে ২১ হাজার মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে। যা ভারতের চতুর্থ সর্বোচ্চ সংক্রমিত রাজ্য।

রাজ্যটিতে এরই মধ্যে ৪৯০ জন মারা গেছেন। করোনা মোকাবেলায় ব্যর্থ হওয়ায় হাইকোর্ট রাজ্য সরকারে সমালোচনা করেছে। তবে ৭০ লাখ মানুষের শহরটির সরকার তাদেরর চেষ্টার কোন ক্রুটি দেখছেন না। কেন রাজ্যটিতে এতা সংসখ্যক মানুষের মৃত্যু হচ্ছে এমন প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বিজয় রুপানি বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের দায় দিচ্ছেন। তবে কেরালাতেও অনেক পরিযায়ী শ্রমিক থাকলেও সেখানে মৃত্যুহার এতো বেশি না। অনেকে ব্যাপক সংখ্যক রোগী থাকায় মৃত্যুও বেশি হচ্ছে বলে জানাচ্ছেন।

তবে অবজার্ভার গবেষণা সংস্থা বলছে অনেক রোগী সামাজিক বিরুপ দৃষ্টিকোণের ভয়ে আক্রান্ত হলেও হাসপাতালে এসে পরীক্ষা করছে না। এতে সংক্রমণ ছড়াচ্ছে এবং মৃত্যুহার বাড়ছে। অন্যদিকে যারা হাসপাতাল থেকে আসছেন তারাও বলছেন হাসপাতালে সেবা দেয়ার মতো যথেষ্ট সামর্থ নেই।

রাজ্যটিতে প্রতি ১০০০ মানুষের জন্য ০.৩ বেড রয়েছে জাতিয়ভাবে যেখাতে হাজারে  প্রতিজনের জন্য ০.৫৫ বেড বরাদ্দ রয়েছে।

নকিব

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়