ফাইনালে জুভেন্টাসের সঙ্গী নাপোলি

আগের সংবাদ

রাজধানী লকডাউন নিয়ে রিটের আদেশ সোমবার

পরের সংবাদ

আশুলীয়া থেকে ১৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার তিন

প্রকাশিত: জুন ১৪, ২০২০ , ৩:৩১ অপরাহ্ণ আপডেট: জুন ১৪, ২০২০ , ৩:৩১ অপরাহ্ণ

সাভার আশুলীয়া থানা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মো. মিজানুর রহমান ওরফে মিজান (৩২), মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিক (৩০) ও মো. রইচ উদ্দিন (২৮)। র‌্যাব বলছে আটককৃতরা মাদক ব্যবসায়ী। তাদের কাছে ১৯ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। রবিবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্ণেল রাকিবুল হাসান ।
তিনি বলেন, র‌্যাব-৩ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার গভির রাতে জানতে পারে যে, কয়েকজন মাদক ব্যবসায়ী আশুলিয়া থানাধীন কুটুরিয়া এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান যে, দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকাসহ সারাদেশে ক্রয় বিক্রয় করে আসছে। তাদের স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সিও রাকিবুল হাসান।

ডিসি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়