×

জাতীয়

হালদায় ডলফিন বিচরণের বিরল দৃশ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২০, ০৫:৩৫ পিএম

দক্ষিণ এশিয়ায় ডলফিনের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী। শুক্রবার (১২ জুন) ডলফিন ঝাঁকের বিচরণের বিরল দৃশ্য দেখা গেছে। হাটাহাজারী উপজেলার ইন্দিরা ঘাটের কাছাকাছি একটি জায়গায় সে দৃশ্য ক্যামেরাবন্দি করেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।

তিনি বলেন, ইঞ্জিনচালিত নৌকার বিরদ্ধে অভিযান চালিয়ে ফেরার পথে ছিপাতলি ইউনিয়নের ইন্দিরা ঘাট এলাকা হঠাৎ একটি ডলফিনের ঝাঁকের দেখা পাই। পাঁচ থেকে ছয়টি ডলফিন ছিল। তার মধ্যে ছোট ছোট কয়েকটি বাচ্চা ডলফিনও চোখে পড়েছে।

তিনি আরও বলেন, গত দেড় বছরে হালদা নদীতে আমি প্রায় ১১৪টি অভিযান পরিচালনা করেছি। মাঝে মাঝে ডলফিনের ভেসে ওঠা দেখেছি। কিন্তু এভাবে কখনো ডলফিনের ঝাঁক দেখিনি।

হালদা নদীতে এক সময় ডলফিনের বিচরণ নিয়মিত দৃশ্য ছিল। কিন্তু গত এক দশক ধরে দূষণ, অবৈধ জাল ব্যবহার, বালু উত্তোলন ও ইঞ্জিনচালিত নৌকার অবাধ যাতায়াতে কারণে ঝুঁকিতে পড়ে ডলফিন।

বিশেষজ্ঞদের মতে, লকডাউনের কারণে হালদায় দূষণ কমায় ও ডলফিন রক্ষায় উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের ফলে ডলফিনের সুদিন ফিরছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আরও সুদিন ফিরতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App