×

রাজধানী

ডিএনসিসির অভিযান, ১৩৮ স্থাপনায় এডিসের লার্ভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২০, ০৬:০৬ পিএম

ডিএনসিসির অভিযান, ১৩৮ স্থাপনায় এডিসের লার্ভা

এডিস মশা নিয়ন্তণের অভিযান। ছবি: ভোরের কাগজ।

এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অষ্টম দিনে শনিবার (১৩ জুন) মোট ১৩ হাজার ৪৮৯টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে ১৩৮টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়।

এছাড়া ৮ হাজার ৫৬৬টি স্থানে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এডিস মশার লার্ভা পাওয়ায় মোবাইল কোটের মাধ্যমে ২৬টি মামলায় মোট ৫ লক্ষ ৯ হাজার ৫০০ টাকা জরিমাণা করা হয়। এডিসের লার্ভা পাওয়া অন্যান্য বাড়ি ওস্থাপনার মালিককে সতর্ক করা হয়।

গত ৬ জুন থেকে আজ পর্যন্ত এই ৮ দিনে ৫৪টি ওয়ার্ডে মোট ১ লক্ষ ৭ হাজার ৬২৮টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ১ হাজার ২৬৯টিতে এডিস মশার লার্ভা এবং ৭৪ হাজার ৩০৯টি স্থানে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ ৮ দিনে মোট ১৫ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App