×

আন্তর্জাতিক

চীনে আবারও ‘যুদ্ধকালীন জরুরি অবস্থা’ জারি

Icon

nakib

প্রকাশ: ১৩ জুন ২০২০, ০৫:৩৬ পিএম

চীনে আবারও ‘যুদ্ধকালীন জরুরি অবস্থা’ জারি

আবারও আংশিক লকডাউনে চীন

করোনা ভাইরাসে চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেলেও চীনকে করোনা মোকাবেলায় সফল দেশ মনে করা হয়। বর্তমানে দেশটিতে সবকিছু স্বাভাবিক গতিতে চলছে। তবে ভাইরাসটির দ্বিতীয় আঘাতের একটি শঙ্কা ছিল। শনিবার (১৩ মে) একটি রাজ্যে নতুন করে করোনা শনাক্ত হওয়ায় পুনরায় যুদ্ধকালীন জরুরি অবস্থা জারি করা হয়েছে। একটি পাইকারি দোকান থেকে প্রায় ৪৫ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফেংতাই জেলার ৫১৭ জনকে পরীক্ষা করে নতুন এসব রোগীর সন্ধান পাওয়া গেছে বলে একজন সরকারী কর্মকর্তা নিশ্চিত করেছেন। তবে এরপরেই শহরে অবস্থিত কৃষি পণ্যের সবচেয়ে বড় মার্কেটটি লকডাউন করা হয়েছে। তাছাড়া শহরটির ১০ হাজার মানুষকে নতুন করে পরীক্ষা করা হবে বলেও জানায় শহর কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App