×

আন্তর্জাতিক

করোনার ধাক্কায় বিক্ষোভের আগুন লেবাননে

Icon

nakib

প্রকাশ: ১৩ জুন ২০২০, ০৬:৩৯ পিএম

করোনার ধাক্কায় বিক্ষোভের আগুন লেবাননে

লেবাননে বিক্ষোভ, অগ্নিসংযোগ

করোনা ভাইরাসের প্রভাবে সব অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ ছিলে বিশ্বের অধিকংশ দেশে। এ সময়টাতে সংকট মোকাবেলায় একেক দেশ একেকভাবে আর্থিক স্থবিরতা কাটাতে নানা পদক্ষেপ নিয়েছে। তবে আগে থেকেই আর্থিক দুর্বলতায় থাকা লেবালনে বড় ধাক্কা লেগেছে করেনার সময়ে। এতে অর্থনীতি আরও খারাপ অবস্থার দিকে ধাবিত হয়েছে। দেশটিরে মুদ্রা পাউন্ডের মানে ডলারের বিপরীতে রেকর্ড পরিমাণে পতন ঘটে। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার ধাক্কায় বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে দেশটিতে। শুক্রবার দেশটির ট্রেসিডেন্ট কেন্দ্রীয় ব্যাংকের সাথে আলোচনা করে অর্থের মান রক্ষার্থে বাজারে প্রয়োজনীয় ডলার সরবরাহ করবে বলে জানায়। গত এক দশকের সর্বনিন্ম পতন ঘটে দেশটির মুদ্রা পাউন্ডের। ডলারের বিপরীতে পাউন্ডের অফিসিয়াল দরের প্রায় ৭০ শতাংশ পতন ঘটে। দেশটির গণমাধ্যমের হিসেবে ১ ডলারের জন্য প্রায় ৬ হাজার পাউন্ড খরচ করতে হচ্ছে কালো বাজারে। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার থেকেই দেশটির নাগরিকরা সারাদেশে রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও বারার বুলেট ব্যবহার করে। এ সময় বিক্ষোবকারীরা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে এবং কেন্দ্রীয় ব্যাংকে হামলার চেষ্টাও করে। গত কয়েক সপ্তাহ চেষ্টা করেও অর্থের মানের পতন ঠেকাতে পারছে না দেশটির সরকার। এর আগে গত প্রায় ৩০ বছর ধরে প্রতি ডলারের বিপরীতে দেড় হাজার পাউন্ড ব্যয় করার একটি মান বজায় রেখেছিল দেশটি। তবে এবার করোনার ধাক্কায় দেশটির অর্থনীতি ভেঙ্গে পড়েছে। বিশ্বের আরও কয়েকটি দেশ এমন অর্থনৈতিক বিপর্যয়ের মুখে বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছিল জাতিসংঘ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App