×

অর্থনীতি

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগে সাধুবাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২০, ০৮:৫৪ পিএম

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগে সাধুবাদ

রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন।

আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ করে দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ এ বাজেট প্রণয়নে যারা জড়িত ছিল তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল)।

তিনি বলেন, অপ্রদর্শিত আয়ের বিষয়ে সরকার যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে তার জন্য আমি রিহ্যাব এর পক্ষ থেকে সাধুবাদ জানাই। এর মাধ্যমে আবাসন শিল্প সংশ্লিষ্ট ২১১টি লিংকেজ শিল্প (যেমন, রড সিমেন্ট, ইট, সিরামিস) এর কার্যক্রম আরো বেড়ে যাবে।

অর্থনীতিতে এর যে প্রভাব তা আমরা সবাই উপলব্দি করবো। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে সেটা কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যাবে। বিনা প্রশ্নে দেশে যদি সুযোগ থাকে তাহলে টাকা পাচার হবে না বলে আমরা বিশ্বাস করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App