×

আন্তর্জাতিক

লেকের পানি হঠাৎ গোলাপী! চিন্তিত বিজ্ঞানীরা

Icon

nakib

প্রকাশ: ১২ জুন ২০২০, ০৬:৫১ পিএম

লেকের পানি হঠাৎ গোলাপী! চিন্তিত বিজ্ঞানীরা

মহারাষ্ট্রের লুনার লেক

লেক বা হ্রদটির বয়স অন্তত অর্ধশত বছর। একেবারে স্বচ্ছ টলমল পানি ছিল এতোদিন। সম্প্রতি সেই স্বচ্ছ পানির রঙ হঠাৎ করেই বদলে গেছে। হয়ে গেছে গোলাপী। ঘটনাটা চাউর হয়ে যায় কয়েকদিনেই। সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিশেষজ্ঞরাও ভিড় করছেন সেই লেকে। যে লেকটির কথা বলছি সেটা ভারতের মহারাষ্ট্রে অবস্থিত লুনার লেক। পানি কেন হঠাৎ করেই গোলাপী হয়ে গেল? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয় বাসিন্দাসহ বিশেষজ্ঞদের মনেও। বিশেষজ্ঞদের ধারণা, পানিতে লবণাক্তা বেড়ে গিয়ে এমনটা হয়েছে। কিংবা শেওলার কারণেও হয়ে থাকতে পারে। আবার উভয় কারণেও পানির রঙ পাল্টে যেতে পারে। এ ব্যাপারে স্থানীয় পরিবেশবিদ গাজানান খারাট টুইটারে এক ভিডিও বার্তায় জানান, এমন ঘটনা আগেও কিন্তু ঘটেছে। তবে এমনটা চোখে পড়ার মতো ছিল না সেগুলো। এ বছর পানি অনেকটাই লাল হয়ে গছে। গাজানানের মতে, পানিতে লবণাক্ততা বেড়ে গেলে কিংবা শ্যাওলার কারণে এমনটা হয়েছে। পানিতে এই লাল শ্যাওলার উপস্থিতি নিয়ে গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা। ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে বিভিন্ন ল্যাবে পাঠানোও হয়েছে। ফলাফল পাওয়া গেলেই হয়তো লেকের পানির এ পরিবর্তিত রঙের কারণ জানা যাবে। লুনার লেকটি মুম্বাই শহর থেকে তিনশ কিলোমিটার পূর্বে অবস্থিত। প্রায় ৫০ হাজার বছর পূর্বে একটি উল্কাপিণ্ডের আঘাতে লেকটির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সারাবিশ্ব থেকেই গবেষক ও পর্যটকরা লুনার লেকটি দেখতে ভারতে আসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App