×

স্বাস্থ্য

সাইফ পাওয়ারটেকের ১০০ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২০, ০৯:০৫ পিএম

সাইফ পাওয়ারটেকের ১০০ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

অক্সিজেনের কাগজপত্র হস্তান্তর

চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের জন্য ১০০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড।

শুক্রবার (১২ জুন) চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের হাতে এসব অক্সিজেনের কাগজপত্র হস্তান্তর করেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমীন।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আজম নাছির উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।

তরফদার রুহুল আমীন বলেন, হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট রোগী বাড়ছে। এ সংকট মোকাবেলায় আমরা ১০০টি সিলিন্ডার প্রদান করেছি। যে কোনো সংকটে সাইফ পাওয়ারটেক মানুষের পাশে থাকবে।

এর আগে গত ১৫ এপ্রিল করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা দেয় সাইফ পাওয়ারটেক লিমিটেড।

এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় সংবাদকর্মী ও ফুটবল কোচদের প্রণোদনা দিচ্ছে সাইফ পাওয়ারটেক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App