×

অর্থনীতি

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২০, ০৫:৫১ পিএম

আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে দেশজ উৎপাদনে (জিডিপি) যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা অর্জন সম্ভব হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শুক্রবার (১২ জুন) বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। করোনার কারণে জুম এর মাধ্যমে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেন। যেখানে জিডিপির প্রবৃদ্ধি লক্ষমাত্রা নির্ধারণ করা হয় ৮ দশমিক ২ শতাংশ।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অসঙ্গতি থাকলেও তা বাস্তবায়নযোগ্য বলে আমি মনে করি। এর আগে ২০১৮-১৯ অর্থবছরে দেশে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৭.৮ শতাংশ। অর্জন হয়েছে তার চেয়ে বেশি। আশা করি এবারও লক্ষ্যমাত্রা অর্জিত হব।

মহামারি করোনা ভাইরাস সংকটময় পরিস্থিতি এবং অর্থনীতি পুনরুদ্ধারে মানুষের জীবন-জীবিকার কথা চিন্তায় রেখে এবারের বাজেটের শিরোনাম রাখা হয়েছে ‘অর্থনৈতিক উত্তরণ: ভবিষ্যৎ পথ পরিক্রমা’। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। চলতি ২০১৯-২০ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App