×

জাতীয়

নিজ বাসায় এবার অগ্নিদগ্ধ যুগান্তরের সাংবাদিক নান্নু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২০, ১১:২৬ এএম

নিজ বাসায় এবার অগ্নিদগ্ধ যুগান্তরের সাংবাদিক নান্নু

দৈনিক যুগান্তরের সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু

রাজধানীর আফতাবনগরের নিজ বাসায় গ্যাসের আগুনে দ্বগ্ধ হয়েছেন দৈনিক যুগান্তরের সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু। তাকে দেশের খ্যাতনামা বার্ণ বিশেষজ্ঞ ডা: সামন্ত লাল এবং আবুল কালাম আজাদ পর্যবেক্ষণ করছেন। জানা গেছে, নান্নুর শরীরে ৬০% দ্বগ্ধ হলেও কণ্ঠনালী অক্ষত রয়েছে। যুগান্তরের সিনিয়র রিপোর্টার এবং ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু বৃহস্পতিবার (১১ জুন) শেষরাতের দিকে আফতাব নগরস্থ নিজ বাসায় অগ্নিদ্বগ্ধে গুরুতর আহত হয়েছেন। শেখ হাসিনা বার্ণ ইউনিটের চিকিৎসকরা বলছেন তার শরীরের প্রায় ৬০ শতাংশের মতো পুড়ে গেছে। অবস্থা আশংকাজনক বলে জানান চিকিৎসকরা। রাত্রিকালীন অফিস থেকে শুক্রবার মধ্যরাত ১টায় বাসায় ফিরে খাওয়া দাওয়ার পর রাত ৩টার দিকে সম্ভবত গ্যাসের কোন লিকেজ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তাকে শেখ হাসিনা বার্ণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নান্নুর স্ত্রী পল্লবী জানান, রাত ৩টায় পাশের রুমে সিগারেট জালাতে মেসের আগুন জ্বলতেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। তার ধারনা রুমটিতে কোন না কোনভাবে গ্যাস জমা হয়েছিলো। উল্লেখ্য, মাত্র ৬ মাস আগে ওই বাসায় হিটার বিষ্ফোরনে অগ্নিদ্বগ্ধ হয়ে তাদের একমাত্র সন্তান মিউজিক ডিরেক্টর বাবু প্রান হারান। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ নান্নুর অগ্নিদ্বগ্ধের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App