×

সারাদেশ

দেবিদ্বারে করোনায় মৃত ১০ লাশ দাফনে ছাত্রলীগ

Icon

nakib

প্রকাশ: ১২ জুন ২০২০, ০৯:১৪ পিএম

দেবিদ্বারে করোনায় মৃত ১০ লাশ দাফনে ছাত্রলীগ

‘ওরা ৪১ জন’ টিম

চলমান করোনা পরিস্থিতিতে যখন মৃত বাবা-মার লাশের পাশে সন্তান থাকেনা, ঠিক সে সময়ে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এগিয়ে এসেছে 'হ্যালো ছাত্রলীগ’। মৃতদের জানাযা ও দাফনে তৎপর ছাত্রলীগ কর্মীরা। কুমিল্লা-৪(দেবিদ্বার) এর সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপির নির্দেশে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে ‘ওরা ৪১ জন’ ইতিমধ্যে করোনায় মৃত বিভিন্ন দল-মতের নির্বিশেষে আজকে সহ ১০ জনের লাশ দাফন করেছে। দেবিদ্বার ইষ্টগ্রাম নিবাসী করোনায় মৃত বিল্লাল হোসাইনের লাশ দাফনে সহযোগিতা করেন মোঃ শাহিন মিয়া,সুজন হালদার,রুমান মেস্বার, আব্দুস সালাম, একরাম হোসেন,ইব্রাহিম বেপারি,সাইফুল ইসলাম, সোহাগ সরকার,হাফেজ তোফায়েল মাহমুদ মাওলানা খালেদ মাহমুদ হাফেয নাজিম উদ্দিন সরকার, হাফেজ আলাউদ্দিন ভুইয়া। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক জানান, উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসানের ফোন পেয়ে আমাদের ‘ওরা ৪১ জন’ টিম মৃত বিল্লাল হোসাইনের লাশ দাফন কাজ সম্পন্ন করে লাশ ধর্মীয় বিধান অনুযায়ী দাফন করেছি। দল-মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে করোনায় মৃত ব্যক্তিকে আমরা সম্মানের সাথে বিদায় জানানোর চেষ্টা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App