×

জাতীয়

তেজগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক দিনমজুরের মৃত্যু

Icon

nakib

প্রকাশ: ১২ জুন ২০২০, ০৬:০৩ পিএম

রাজধানীর তেজগাঁও জিএমজি মোড় এলাকায় একটি পুরাতন কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো একজন। নিহত রিয়াজুল ইসলাম (৪৫) ও আহত আবুল হোসেনের (৪৪) বাড়ি কুড়িগ্রাম জেলায়। ধুলাইখাল লালমোহন শাহ স্টিট এলাকায় থাকতো।আজ শুক্রবার বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, বেলা ৩টার দিকে দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে সহকর্মীরা। পরে চিকিৎসকরা দেখে রিয়াজুলকে মৃত ঘোষণা করেন। আর আহত আবুলকে মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করেন। মৃত রিয়াজুলের মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। হতাহতদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মোঃ দেলোয়ার হোসেন জানান, তেজগাঁও এর ওই কারখানায় লোহার স্কু বানানো হতো। বর্তমানে কারখানাটি বন্ধ। আমাদেরকে এর মালামাল এখান থেকে ট্রাকে করে নারায়ণগঞ্জ নেওয়া কাজ দেওয়া হয়। দুপুরে এই কাজ করার সময় রিয়াজুল ও আবুল দুজন একটি ভারি লোহার যন্ত্র কারখানা থেকে বের করে আনছিলো ট্রাকে উঠাতে। এসময় নিচে পড়ে থাকা বিদ্যুতের তারের উপর পারা পড়লে সেখান থেকে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তারা অচেতন হয়ে পড়লে তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App