×

স্বাস্থ্য

জাফরুল্লাহর অবস্থা এখন আগের চেয়ে ভালো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২০, ০৬:৪৪ পিএম

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তার ফুসফুসের সংক্রমণ কমছে। শুক্রবার (১২ জুন) তার চিকিৎসায় নিয়োজিত কর্তব্যরত ডাক্তার অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

মামুন মোস্তাফী বলেন, তিনি আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। দিনের বেশীরভাগ সময়ই অক্সিজেন ছাড়া থাকছেন। তবে গলার ব্যাথার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। ডা. চৌধুরী বর্তমানে তার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App