×

সারাদেশ

জনবল নিয়োগ টেন্ডারে জালিয়াতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২০, ০২:৫১ পিএম

জনবল নিয়োগ টেন্ডারে জালিয়াতি

কুড়িগ্রামে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি এখন দুর্নীতির স্বর্গরাজ্য।  সম্প্রতি গোপনে টেন্ডার জালিয়াতির পর এবার জনবল নিয়োগে সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে।

কয়েকদিন আগে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের পথ্য, ধূপি, স্টেশনারী ও নন-স্টেশনারি মালামাল সরবরাহের টেন্ডার গোপন করে দুর্নীতির মাধ্যমে পছন্দের ব্যক্তিকে কাজ পাইয়ে দেয়ার ঘটনা গুরুত্বসহকারে পত্রিকায় প্রকাশিত হয়। ফলে কতৃপক্ষ চাপের মুখে পরে এবং ঐ টেন্ডার বাতিল করেন।

এরই মধ্যে আবারো টেন্ডারে দুর্নীতি ও জালিয়াতির খবর ফাঁস হয়েছে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে ২৯ জন ক্লিনার ও সিকিউরিটি গার্ড নিয়োগের টেন্ডার ইতোপূর্বে সম্পন্ন হয় । এই নিয়োগ প্রক্রিয়ায় ২০ জন ক্লিনার ও ৯ জন সিকিউরিটি গার্ড নিয়োগ প্রদানের লক্ষ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে রংপুরের স্বরলিপি সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড চূড়ান্ত দরদাতা হিসাবে মনোনীত হয়। কিন্তু মনোনীত ঠিকাদারের অগোচরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহায়তায় দীর্ঘদিন যাবৎ চিহ্নিত একটি চক্র গোপনে এই নিয়োগ সম্পন্নের পাঁয়তারা শুরু করে। চুক্তিনামা সম্পাদন ও কার্যাদেশের পত্র গোপন করে চিহ্নিত চক্রটি প্রতিটি নিয়োগের বিপরীতে দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা গ্রহণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পাদনের অপচেষ্টা চালায়।

বিষয়টি টের পেয়ে রংপুরের স্বরলিপি সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এর স্বত্বাধিকারী রেজাউল করিম চূড়ান্ত দরদাতা হিসেবে বিবেচিত হওয়ায় হাসপাতাল কতৃপক্ষের নিকট  চুক্তিনামা সম্পাদনের  জন্য তাগাদা দেন। এর প্রেক্ষিতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এর তত্বাবধায়ক ডাঃ জাকিরুল ইসলাম স্বাক্ষরিত চুক্তিনামার পত্র গত ৩রা জুন এ স্বরলিপি সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এর মেইলে প্রেরণ করা হয়।

চুক্তিনামা সম্পাদন ব্যতিরেকে এবং ১৪ দিন পরে ইস্যু কৃত পত্র প্রাপ্তিতে ঠিকাদার বিস্ময় প্রকাশ করে অসঙ্গতি সমূহ দূর করে নতুন করে চুক্তিনামা সম্পাদন ও কার্যাদেশ প্রাপ্তির লক্ষ্যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এর তত্বাবধায়ক বরাবর একই তারিখে স্বাক্ষরকৃত পত্র গত ৪ জুন ২০২০ ইং এ হাসপাতালে জমা দেন ও মেইলে প্রেরণ করেন। স্বরলিপি সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এর স্বত্বাধিকারী লিখিত অভিযোগে জানান যে, তার স্বাক্ষর, সিলমোহর, প্যাড জাল করা হয়েছে। তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে হাসপাতাল কতৃপক্ষের সঙ্গে তিনি কোন চুক্তি সম্পাদন করেননি এবং জামানতের ৪৭ হাজার টাকার পে-অর্ডারও প্রদান করেননি।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. জাকিরুল ইসলামকে ফোন করে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। প্রকৃত ঠিকাদারের সঙ্গে চুক্তিনামা ব্যতিরেকে কার্যাদেশ প্রদানের বিষয়টি ভিডিও রেকর্ডিংয়ে তার সাক্ষাৎকার চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের চূড়ান্ত ঠিকাদার স্বরলিপি সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এর স্বত্বাধিকারী রেজাউল করিমের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ঠ কতৃপক্ষকে সকল বিষয় লিখিত আকারে অবহিত করেছি। আশা করি কতৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে বিভিন্ন তথ্য সুত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দীর্ঘদিন যাবৎ প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আশরাফুল মজিদের নেতৃত্বে একটি সিন্ডিকেট পরিচালিত হয়ে আসছে। প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আশরাফুল মজিদ ও জেলা যুবলীগের এক নেতার যোগসাজসে মূল ঠিকাদারকে পাশ কাটিয়ে দুর্নীতির মাধ্যমে আউট সোর্সিং এর এই ২৯ জনকে নিয়োগের পায়তারা চলছে ।

এটি সফল হলে এই সিন্ডিকেট ৪০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিতে সক্ষম হবে। এদিকে ইতোপূর্বে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে ২৯ জন ক্লিনার ও সিকিউরিটি গার্ড নিয়োগের টেন্ডার জালিয়াতির এবং স্বরলিপির স্বত্ত্বাধীকারির বক্তব্য অনুয়ায়ী কুড়িগ্রাম সদর হাসপাতালের সিন্ডিকেটের বিষয়টি আমলে নিয়ে তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যাবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন টেন্ডারে অংশগ্রহন কারী অন্যান্য ঠিকাদারগণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App