×

সারাদেশ

আইসিইউতে ভর্তি প্রক্রিয়া শেষ করতে করতেই মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২০, ১১:২১ পিএম

চট্টগ্রামে আইসিইউ সুবিধা না পেয়ে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

এরআগে দুইদিন ধরে একটি আইসিইউ বেডের জন্য চট্টগ্রামের হাসপাতালগুলো চষে বেড়িয়েছেন তার স্বজনরা। মৃত নূর বেগম (৬১) নগরের পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সাবেক কমিশনার মোহাম্মদ এমদাদুল্লাহর স্ত্রী।

নূর বেগমের স্বজন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার বলেন, তিন দিন আগে আমার চাচি অসুস্থ হন। শ্বাস কষ্ট শুরু হলে তাকে দুটি বেসরকারি হাসপাতালে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়। চিকিৎসকরা তার আইসিইউ সুবিধা প্রয়োজন বলে জানান। এরপর সরকারি-বেসরকারি সবগুলো হাসপাতালে যোগাযোগ করা হয়। কোথাও আইসিইউ বেড মেলেনি।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে জেনারেল হাসপাতালে একটি আইসিইউ বেড মিললেও সেখানে নিয়ে যাওয়ার পর ভর্তি প্রক্রিয়া শেষ করতে করতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। করোনা পরীক্ষার জন্য তার নমুনা নেওয়া হলেও ফলাফল এখনো মেলেনি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে চট্টগ্রামে আইসিইউ সুবিধার অভাবে ১০ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App