×

অর্থনীতি

স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণায় ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

Icon

nakib

প্রকাশ: ১১ জুন ২০২০, ০৫:১০ পিএম

স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণায় ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

স্বাস্থ্য গবেষণা

করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বব্যাপি স্বাস্থ্য নিয়ে গবেষণায় জোর দেয়া হচ্ছে। নতুন বাজেটেও চিকিৎসা গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে। নতুন মহামারি আসবে বলেও অনেক গবেষণা চলছে বিভিন্ন দেশে। বাংলাদেশও এসব বিষয়ে গবেষণা সক্ষমতা বৃদ্ধি করে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হতে চায়। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেছেন। গবেষণা খাতে সক্ষমতা বাড়াতে বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। তাড়াছা বাজেটে স্বাস্থ্য ও শিক্ষায় বরাদ্দ বাড়ানো হয়েছে। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য মোট ২৯ হাজার ২৪৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা ২০১৯-২০ অর্থবছরে ছিল ২৫ হাজার ৭৩২ কোটি টাকা। কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় গৃহিত কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতের জন্য এ বাজেট প্রস্তাব করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App