×

সরকার

সুদ মওকুফের মাধ্যমে সরকারের ভর্তুকি বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২০, ১২:৫০ পিএম

সরকারের দেওয়া দুই হাজার কোটি টাকার সুদ ভর্তুকি গ্রাহকদের মাঝে বিতরণ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই লক্ষ্যে এক লাখ টাকার কম ঋণ গ্রহীতাদের এপ্রিল ও মে মাসের পুরো সুদ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ক্রেডিট কার্ড, অফশোর ব্যাংকিং ইউনিটের ঋণ এবং কোনও বৈদেশিক ঋণের গ্রাহকরা এই সুবিধা পাবে না।

এ ব্যাপারে বুধবার (১০ জুন) রাতে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, এক লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণগ্রহীতাদের সুদ মওকুফ হবে বার্ষিক দুই শতাংশ পর্যন্ত। এর চেয়ে বড় ঋণগ্রহীতারা বার্ষিক এক শতাংশ পর্যন্ত সুদ মওকুফ পাবেন।

এর আগে, বাংলাদেশ ব্যাংক গত ৩ মে জানিয়েছিল, ব্যাংকগুলো এপ্রিল ও মে মাসের সুদ আয় খাতে নিতে পারবে না। সুদ আয় খাতে না নিলে ব্যাংক লোকসান চলে যাবে, এজন্য ব্যাংকগুলোর পক্ষ থেকে তীব্র আপত্তি তোলা হলে সরকারের পক্ষ দুই হাজার কোটি টাকা সুদ ভর্তুকির ঘোষণা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ঠিক করে দিয়েছে, কোন গ্রাহক কী পরিমাণ সুদ ভর্তুকি পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App