×

অর্থনীতি

বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২০, ১০:৩৭ এএম

বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং হবে

মনিরুজ্জামান মনি সভাপতি, রাজশাহী চেম্বার

মনিরুজ্জামান মনি সভাপতি রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ
করোনা ভাইরাসের কারণে (কোভিড-১৯) পুরো পৃথিবী পর্যুদস্ত। বাংলাদেশেও সংকট দিন দিন বাড়ছে। ঠিক এই অবস্থায় বর্তমান সরকার যে পূর্ণাঙ্গ একটি বাজেট দিতে পেরেছে এটিই বিশাল ব্যাপার। প্রতিক‚ল পরিস্থিতিতে এই বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপ। এবারের বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় কথাগুলো বলছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি। বাজেটের বিভিন্ন দিক নিয়ে ব্যাপক প্রশংসা করলেও তিনি আশঙ্কার কথাও শুনিয়েছেন। তার মতে, এই বাজেট বাস্তবায়ন খুবই চ্যালেঞ্জিং হবে। যদি ২/৩ মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই মিলে ব্যবসা-বাণিজ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। মনিরুজ্জামান মনি জানান, প্রতি বছর বাজেটের আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে। কিন্তু এবার পরিস্থিতির কারণে বৈঠক হয়নি। অন্ততপক্ষে ভার্চুয়াল বৈঠক করতে পারত এনবিআর। তথাপি, কর নিয়ে খুব বেশি আপত্তির জায়গা নেই বলেও তিনি জানান। রাজশাহীর ব্যবসা-বাণিজ্য সম্পর্কে এই ব্যবসায়ী নেতা জানান, প্রায় ধ্বংস হয়ে গেছে রাজশাহীর ব্যবসা-বাণিজ্য। রাজশাহীতে ভারী কোনো শিল্প নেই। এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের কর্মকাণ্ড চালাতে পারছেন না। পোল্ট্রি শিল্প ধ্বংস হয়ে গেছে। এসএমইও শেষ। রাজশাহীর মার্কেটগুলো বন্ধ থাকায় দোকানদাররা পথে বসেছে। কর্মচারীরা বেতন-ভাতা ঠিকমতো পাচ্ছেন না। তারা মানবেতর জীবনযাপন করছে। এ পরিস্থিতিতে রাজশাহীতে দ্রুত ইকনোমিক জোন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী রাজশাহীতে ইকনোমিক জোন তৈরির ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এখনো তার কাজ দৃশ্যত শুরু হয়নি। যদি ইকনোমিক জোন তৈরি করা যায় তাহলে রাজশাহীতে বিদেশি বিনিয়োগকারীদের আনা সম্ভব হবে। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়বে। এ অঞ্চলের আমূল অগ্রগতি সাধিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App