×

রাজধানী

বাজেটের শিক্ষাখাতে শুভংকরের ফাঁকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২০, ১০:১০ পিএম

শিক্ষার বাজেট দেখে হতাশা প্রকাশ করেছেন গণস্বাক্ষরতা অভিযানের প্রধান নির্বাহী রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বেড়েছে। কিন্তু আমিতো দেখছি শুভংকরের ফাঁকি। বৃহস্পতিবার (১১ জুন) তিনি ভোরের কাগজের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

রাশেদা কে চৌধুরী বলেন, শিক্ষার সঙ্গে প্রযুক্তি মিলিয়ে বাজেটে বরাদ্দ হয়েছে ১৫ দশমিক ১ শতাংশ। প্রযুক্তি বাদ দিলে শিক্ষায় শুধু থাকে ১১ দশমিক ৬৯ শতাংশ। এটা দিয়ে শিক্ষার কি উন্নতি হবে? এই বাজেট দিয়ে শিক্ষার্থী প্রতি কত বিনিয়োগ হবে? এই বরাদ্দ দিয়ে শিক্ষার কতটুকু পুনরুদ্ধার হবে?

তিনি বাজেট বক্তৃতার ইন্টারনেটের প্রসঙ্গ টেনে এনে বলেন, বলা হয়েছে অনলাইনে শিক্ষার হার বাড়ানোর কথা। কিন্তু ইন্টারনেটের দাম বাড়িয়ে কিভাবে অনলাইনে শিক্ষার হার বাড়াবেন? এতে তো বৈষম্য বাড়বে। এই বৈষম্য দূর করবেন কিভাবে? তার মতে, বৈষম্য তো দূর হবেই না বরং প্রকট থেকে প্রকটতর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App