×

সারাদেশ

পুকুরে বিষ, নিধন ৪ লক্ষ টাকার মাছ  

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২০, ০২:২৭ পিএম

পুকুরে বিষ, নিধন ৪ লক্ষ টাকার মাছ  

ছবি: প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে পুকুরে বিষ দিয়ে প্রায় চার লাখ টাকার মাছ নিধনে থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের খোলাপাড়া গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানা ও পুকুর মালিক সূত্রে জানা গেছে, মোল্লা আজাদ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও প্রতিবেশী কয়েকজন মিলে পুকুর খনন করে ওই গ্রামের সেলিম চেীধুরী ও গৌতম কুমার সাহার কাছে দেড় লাখ টাকায় তিন বছরের জন্য লিজ দেয়। লিজের সময় আগামী ১৯ জুন তারিখে শেষ হবে। তাই মাছ ধরার জন্য পুকুরে মেশিন দিয়ে অর্ধেক পরিমাণ পানি শুকিয়ে ফেলে।

বুধবার দিবাগত রাতে কোনো এক সময় পুকুরের বেড়া কেটে বিষ ঢেলে চলে যায় দুর্বৃত্তরা। সকালে গিয়ে মালিকরা দেখতে পান পুকুরে ভেসে উঠছে মাছ। পানির রংও পরিবর্তন হয়েছে।

সেলিম চেীধুরী ও গৌতম কুমার জানান, আমাদের শেষ সম্বলটুকু দিয়ে পুকুর লিজ নিয়েছিলাম। বিষ প্রয়োগের ফলে চার লাখ টাকার ওপরে আমাদের ক্ষতি হয়েছে। নিঃস্ব হয়ে পরিবার নিয়ে পথে বসে গেলাম। এ সময় তারা প্রশাসনের কাছে ক্ষতিপূরণ এবং অপরাধীদের শাস্তির দাবি জানান।

আত্রাই থানা ওসি মোসলেম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App