×

অপরাধ

নিউমার্কেটে স্যানিটাইজারের দোকানে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২০, ১২:০২ এএম

নিউমার্কেটে স্যানিটাইজারের দোকানে জরিমানা

জরিমানা ও জব্দ

নকল ও অনুমোদনহীন স্যানিটাইজার বিক্রির অভিযোগে রাজধানীর নিউ মার্কেটের চারটি দোকানে আড়াই লাখ টাকা জরিমানাসহ পাঁচ লাখ টাকার নকল স্যানিটাইজার জব্দ করেছে র‌্যাব।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার রিফাত বাশার তালুকদারের নেতৃত্বে বুধবার (১০ জুন) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিজান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

তিনি জানান, কোভিড-১৯ মহামারি পরিস্থিতিকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী নকল স্যানিটাইজার, লিকুইড এন্টিসেপটিক বাজারজাত করে বিক্রি করছে এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে নিউ সুপার মার্কেটের মেসার্স জননী হার্ডওয়ার স্টোর, খায়ের হার্ডওয়ার স্টোর, কুমিল্লা হার্ডওয়ার স্টোর ও হক এন্ড ব্রাদার্স দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। তখন দেখা যায় এসিআই কোম্পানির স্যাভলনের আদলে সেলভন ও স্যাভ্রণ নামে নকল পণ্য বিক্রি হচ্ছে। তাই ওই চার দোকানকে আড়াই লাখ টাকা জরিমণা করা হয়। এছাড়াও প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের নকল সেলভন ও স্যাভ্রণ জব্দ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App