×

অর্থনীতি

অর্থনৈতিক মন্দা কাটাতে ভূমিকা রাখবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২০, ১১:৪৪ এএম

অর্থনৈতিক মন্দা কাটাতে ভূমিকা রাখবে

কামাল হোসেন সভাপতি, মৌলভীবাজার চেম্বার

কামাল হোসেন সভাপতি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ
মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামাল হোসেন বলেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বিশ^ অর্থনীতি। প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব এবং করোনায় ক্ষতিগ্রস্ত দেশের অর্থনৈতিক মন্দা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল বৃহস্পতিবার ভোরের কাগজের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা শিরোনামে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিকনির্দেশনায় বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিকে গতিশীল করতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ১৩ জুন জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেন। কামাল হোসেন বলেন, দেশের অর্থনীতি যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত, ঠিক এই কঠিন সময়ে অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে ঘোষিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮ দশমিক ২ শতাংশ ও মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সময়ে এরূপ প্রগ্রেসিভ ও উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে ঘোষিত এ বাজেট আশাব্যঞ্জক। তিনি বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে প্রস্তাবিত বাজেটে সরকারের অর্জন ও উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ২০২০-২১ অর্থবছরে উন্নয়নমূলক, ব্যবসাবান্ধব, সুপরিকল্পিত কর্মপন্থা ও ব্যবস্থাপনা কৌশল প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, করোনা মহামারিতে কর্মহীন হয়ে বিশাল জনগোষ্ঠী দিশেহারা। এ পরিস্থিতিতে স্বাস্থ্য খাতকে অধিক গুরুত্ব দিয়ে কৃষি, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগকে বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, খাদ্য ও সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নানা ধরনের কৃষি ও খাদ্যবান্ধব কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণ, ক্ষতিগ্রস্ত শিল্প, ব্যবসা-বাণিজ্যকে পুনরুদ্ধার করাসহ দেশীয় প্রযুক্তিতে কৃষি যন্ত্রপাতি, মোবাইল ফোন, স্বাস্থ্য সুরক্ষায় করোনা পরীক্ষার কিট, হ্যান্ড স্যানিটাইজার তৈরি, মাস্ক, সুরক্ষা পোশাকসহ প্রয়োজনীয় বেশ কিছু মেডিকেল পণ্য আমদানিতে সব ধরনের শুল্ক মওকুফ করায় করোনা রোগীদের কষ্ট অনেকাংশে লাঘব হবে। গণরাষ্ট্রের ভিত রচনার জন্য এ বাজেট ব্যবসাবান্ধব এবং করোনায় ক্ষতিগ্রস্ত দেশের অর্থনৈতিক মন্দা কাটাতে সক্ষম হবে। তিনি বলেন, বাজেটে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা বাড়ানোয় মধ্যবিত্ত ও চাকরিজীবীরা উপকৃত হবেন। ঘোষিত বাজেটে গরিব-ধনী সব শ্রেণির মানুষের দিকে লক্ষ্য রাখা হয়েছে। উন্নয়নমুখী এ বাজেট দেশকে আরো এগিয়ে নেবে। তিনি বলেন, বাজেটের ঘোষণা অনুযায়ী অতিরিক্ত রাজস্ব আহরণের জন্য করের আওতা বাড়ানো, অনাদায়ী কর আদায় ও মফস্বল শহরে রাজস্ব আদায় বাড়াতে রাজস্ব বোর্ডের মাঠপর্যায়ে জনবল বাড়ানো প্রয়োজন। বেসরকারি বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে বিদ্যমান করদাতাদের ওপর নতুন করে করবোঝা আরোপ না করে রাজস্ব আয় বাড়াতে হবে বলে মনে করেন তিনি। করোনাকালে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রস্তাবিত বাজেটে কৃষিকে অত্যধিক গুরুত্ব দিয়ে বরাদ্দের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্ব দেয়ার ফলে কৃষি খাত খাদ্য উৎপাদনে আরো ব্যাপক ভ‚মিকা রাখবে বলে মনে করেন কামাল হোসেন। তিনি বলেন, প্রবৃদ্ধি কত হলো, আগামীতে কত হবে, এসব বিতর্কের চাইতে মানুষের জীবন রক্ষাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। পাশাপাশি অর্থনীতির চলমান সংকট থেকে উত্তরণে বাস্তবমুখী পরিকল্পনা নিতে হবে। টিকে থাকাই আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাজেটের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ অর্জনের জন্য বেসরকারি বিনিয়োগে প্রাণ ফেরানো, কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নিত্যপণ্যের দাম সহনীয় রাখাসহ আঞ্চলিক বৈষম্য নিরসনে সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App