×

খেলা

১৫০ জন অন্তঃসত্ত্বা মাকে তামিমের সহায়তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২০, ১২:২০ পিএম

১৫০ জন অন্তঃসত্ত্বা মাকে তামিমের সহায়তা

তামিম ইকবাল/ফাইল ছবি।

করোনার ক্রান্তিকালে শুরু থেকেই অসহায়দের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব ভুক্তভোগী পাশে দাঁড়াচ্ছেন মানুষের তিনি।

এবার তামিম রংপুরের গর্ভবতী মায়েদের দিচ্ছেন আর্থিক সহযোগিতা। উত্তরবঙ্গের এই বিভাগটির ১৫০ গর্ভবতী মা পেতে যাচ্ছেন টাইগার ওয়ানডে দলপতির উপহার। আরিফা জাহান বিথি নামক রংপুর নগরীর এক স্বেচ্ছাসেবী নারী এই সহযোগিতা পৌঁছে দেবেন। এ বিষয়ে বিথি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন।

করোনাকালে রংপুরের এই নারী ক্রিকেটারও নেমেছেন মানুষের জীবন বাঁচানোর লড়াইয়ে। অন্তঃসত্ত্বা মায়েদের জন্য সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে। তার এই মহৎ কাজ নজর কেড়েছে তামিমের। পরশু আরিফাকে ফোন করেন তামিম। এ বিষয়ে আরিফা বলেন, তামিম ভাইয়া পরশু ফোন করেছিলেন। প্রথমে তো আমার বিশ্বাস হয়নি। অভিনন্দন জানালেন। বললেন, ভালো কাজ করছ। দুই দফায় তিনি মোট ১৫০ জন অন্তঃসত্ত্বা মাকে সাহায্য করবেন। অর্থাৎ আরও একবার তিনি সাহায্য পাঠাবেন।’

আজ সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি, ভিডিওসহ একটি পোস্ট করেন আরিফা। সেখানে তিনি লিখেছেন, ‘আল্লাহর নামে রংপুর থেকে মিঠাপুকুর ও গাইবান্ধার উদ্দেশে রওনা দিলাম বাংলাদেশ ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল ভাইয়ার উপহার পৌঁছে দেয়ার জন্য।। সকলের দোয়া কামনা করছি।

করোনার আবির্ভাবের শুরুতে ২৭ ক্রিকেটারের বেতনের অর্ধেক দান করার যে প্রক্রিয়া তার উদ্যোক্তা ছিলেন তামিম। জুনিয়র অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে সোনাজয়ী সামিউল ইসলাম অর্থাভাবে যখন চরম বিপদে তখনও এগিয়ে গিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এছাড়া ঢাকার মোহাম্মদপুরের ‘একজন বাংলাদেশ’ নামে পরিচিতি পাওয়া নাফিসা খানের মাধ্যমেও অনেক পরিবারকে খাদ্য সরবরাহ করেছেন তামিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App