×

পুরনো খবর

ভারতে তৈরি হচ্ছে করোনা বিরোধী কাপড়!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২০, ১০:১৯ পিএম

ভারতে তৈরি হচ্ছে করোনা বিরোধী কাপড়!

করোনা-রোধী কাপড়।

করোনা সংক্রমণ থেকে বাঁচতে লকডাউন দীর্ঘমেয়াদী হলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। ভারতেও প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে আশার আলো দেখাচ্ছে ভাইরাস-রোধী বিশেষ পোশাক, যা খুব শীঘ্রই মিলবে ভারতের বাজারেই!

ভারতের শীর্ষস্থানীয় টেক্সটাইল সংস্থা অরবিন্দ লিমিটেড-এর হাত ধরে ‘ইন্টেলিফাব্রিক্স’ ব্র্যান্ডের অধীনে ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে। এর জন্য তাইওয়ানের জিনটেক্স কর্পোরেশন আর সুইস টেক্সটাইল সংস্থা হাইকিউ মেটেরিয়ালস এজি -র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে অরবিন্দ লিমিটেড।

এর আগে গবেষণায় দেখা গিয়েছে, কাপড়ের উপর করোনাভাইরাসের জীবানু বা ব্যাক্টেরিয়ার কণা প্রায় দু'দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। অরবিন্দ লিমিটেড-এর দাবি, তাদের তৈরি পোশাকের ফ্যাব্রিকের করোনাভাইরাস কণাকে সংক্রমিত হতে দেয় না এবং ৩০ মিনিটের মধ্যেই ৯৯ শতাংশ ভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম।

সুইস টেক্সটাইল সংস্থা বিশ্বব্যাপী ভাইরাস-রোধী কাপড় তৈরির জন্য বিখ্যাত। এই সংস্থার ভাইরাস-রোধী পণ্যগুলির মধ্যে হাইকিউ ভাইরোব্লক অন্যতম। এই সংস্থাকে করোনা-রোধী পোশাক তৈরির ক্ষেত্রে পাশে পেয়ে অত্যন্ত আশাবাদী অরবিন্দ লিমিটেড।

সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর জানান, করোনার জন্য দেশ এখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতিতে ভাইরোব্লক ফ্যাব্রিকের সাহায্যে ভারতে ভাইরাস-রোধী বিশেষ পোশাক আনতে পারলে করোনার বিরুদ্ধে লড়াইটা আরো সহজ হবে।

সংস্থা জানিয়েছে, ভাইরোব্লক ফ্যাব্রিকের তৈরি এক একটি শার্টের দাম পড়বে ৬০০ থেকে এক হাজার টাকা। অর্থাৎ, আর পাঁচটা সাধারণ কেতা-দুরস্ত জামা-কাপড়ের দামেই মিলবে বিশেষ করোনা-রোধী পোশাক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App