×

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জুলাইয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২০, ১১:৫০ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জুলাইয়ে

আইসিসি সভা

করোনা ভাইরাসের থাবায় এলোমেলো হয়ে গেছে খেলার বিশ্ব ক্রীড়া সূচি। এবার অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাস এর কারণে এ টুর্নামেন্টের ভাগ্য ঝুলে আছে। এমনকি আইসিসি সভা করেও বুধবার (১০ জুন) রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য ঠিক করতে পারেনি। এ ব্যাপারে আরেকটু অপেক্ষা করে জুলাই মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় ক্রিকেটের অভিভাবক সংস্থা।

আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা অস্ট্রেলিয়ায়। করোনাভাইরাস পরিস্থিতিতে এটি শেষ পর্যন্ত আয়োজন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় আছে। তবে আইসিসি বলেছে এটি আয়োজন করা যায় কি না সে ব্যাপারে আপৎকালীন পরিকল্পনার সব উপায় খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে আজ সভা শেষে আইসিসি প্রধান নির্বাহী মানু সাওনি বলেছেন, ‘বিশ্বব্যাপী মহামারীর কারণে পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে, সবকিছু ক্রমশ বাড়ছে। খেলাটির ভালোর জন্য সেরা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমরা নিজেদেরকে সেরা সুযোগটা দিতে চাই। এর সঙ্গে জড়িত সকলের স্বাস্থ্য সুরক্ষার বিষয় সবার আগে গুরুত্ব পাবে।’

তিনি আরও বলেন, ‘সিদ্ধান্ত নেয়ার জন্য আমাদের কাছে শুধু একটাই সুযোগ এবং এর মধ্যেই সঠিক সিদ্ধান্তটি নিতে হবে। আমরা আমাদের সদস্য দেশ, ব্রডকাস্টার, পার্টনার, সবদেশের সরকার এবং খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। যাতে করে সবার মতের ওপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত নেয়া যায়।’

বুধবার ক্রিকেটপ্রেমীদের সজাগ দৃষ্টি ছিল আইসিসির বোর্ড সভার দিকে। কিন্তু এ সভা থেকে এলো না কোনো সিদ্ধান্ত। তাই জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজনের সময় জানার জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App